Uttam Kumar Special: এমন পোস্টারও আগে দেখেননি, দেখেননি এত ভাল প্রিন্টও! উত্তম স্মরণে জুলাই মাস জুড়ে বিশেষ স্ক্রিনিং মহানায়কের ৩১টি ছবির

Last Updated:

Uttam Kumar special Movies streaming: জুলাই মাসের ২৪ তারিখ তাঁর প্রয়াণ দিবস। মহানায়কের ৪৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চলেছে বাংলা ওটিটি প্লাটফর্ম KLIKK।

উত্তম স্মরণে জুলাই মাস জুড়ে বিশেষ স্ক্রিনিং KLIKK-এ
উত্তম স্মরণে জুলাই মাস জুড়ে বিশেষ স্ক্রিনিং KLIKK-এ
কলকাতা: প্রায় ৪৩ বছর হতে চলল, তিনি নেই। তবু একদিনের জন্যও বাঙালির মনে হয়নি তিনি নেই। আজও একই রকম রয়েছেন তিনি, তাঁর প্রাণবন্ত হাসিটি নিয়ে। তিনি আর কেউ নন, বাঙালির প্রাণের কাছের উত্তম কুমার। তিনি মহানায়ক।
জুলাই মাসের ২৪ তারিখ তাঁর প্রয়াণ দিবস। মহানায়কের ৪৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চলেছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম KLIKK। ওটিটি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মহানায়কের ৪৩তম মৃত্যু বার্ষিকীর স্মরণে গোটা জুলাই মাস জুড়ে দেখানো হবে উত্তম-অভিনীত ৩১টি চিরস্মরণীয় ছায়াছবি।
advertisement
advertisement
বাঙালির প্রাণের নায়ক ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান, জীবনের রঙ্গমঞ্চ থেকে চিরদিনের মতো। কিন্তু তাঁর সেই যাওয়া তো নয় যাওয়া। সহজ সরল দু’টি চোখ আর অনাবিল হাসি নিয়ে তিনি আজও একই ভাবে ধরা দেন রুপোলি পর্দায়। প্রজন্মের পর প্রজন্ম আজও তাঁর সেই হাসিতেই মশগুল। বাংলা সিনেমায় তাঁর অবদানও অনস্বীকার্য। সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই KLIKK-এর তরফে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। উত্তম কুমার অভিনীত জনপ্রিয় ছবিগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। সেগুলি প্রদর্শিত হবে প্রতিদিন। গোটা মাস জুড়ে।
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, ১ থেকে ৩১ জুলাই যে ৩১টি ছবি দেখানো হবে, তা বিভিন্ন ধারার। তার মধ্যে অবশ্যই রয়েছে চির-রোম্যান্টিক উত্তম। আবার রয়েছে হাস্যরসের ছবিগুলিও। নায়কের বহুমুখী অভিনয় প্রতিভার স্বাক্ষর রয়েছে যে সব ছবিতে, সবই দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
এই সব ছবির তালিকায় যেমন রয়েছে উত্তম-সুচিত্রা জুটির ছবি, তেমনই রয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া দেবীর সঙ্গে অভিনীত ছবির ভাণ্ডারও। রয়েছে শ্যামলী, শহরের ইতিকথার মতো ব্যতিক্রমী ছবিও। ভারতীয় তথা বাংলা সিনেমার নস্টালজিয়াকে আরও একটু উস্কে দিতেই KLiKK-এর তরফে এই আয়োজন বলে জানানো হয়েছে।
advertisement
দর্শকরা ইচ্ছে মতো মোবাইল অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন এই সব মাইলফলক সৃষ্টিকারী ছবি। সেই সঙ্গে বাড়তি পাওনা মহানায়কের কিছু ছবির নতুন করে তৈরি করা পোস্টার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uttam Kumar Special: এমন পোস্টারও আগে দেখেননি, দেখেননি এত ভাল প্রিন্টও! উত্তম স্মরণে জুলাই মাস জুড়ে বিশেষ স্ক্রিনিং মহানায়কের ৩১টি ছবির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement