প্রেমে পড়া বারণ? জানেন কি ঊষসীর উপর কে ভর করেন?

Last Updated:

‘‘ভাই, বিশ্বাস করুন ৷ এ সব আমি করি না ৷ আমার উপর তখন জুনান্টি স্বয়ং ভর করেন!’’ নেটিজেনদের উদ্দেশে এ কথা লিখলেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakaborty) ৷

কলকাতা : ‘‘ভাই, বিশ্বাস করুন ৷ এ সব আমি করি না ৷ আমার উপর তখন জুনান্টি স্বয়ং ভর করেন!’’ নেটিজেনদের উদ্দেশে এ কথা লিখলেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakaborty) ৷ সম্প্রতি একটি মিম শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টির বিভিন্ন মুখভঙ্গির ছবি দিয়ে একটি মিম তৈরি করা হয়েছে ৷ মিমের ক্যাপশনে ঊষসীর দাবি, তাঁর উপর ‘জুনান্টি’ ভর করেন বলেই তিনি এরকম মুখভঙ্গি করতে পারেন ৷
শ্যুটিং ফ্লোরে তাঁর উপর যে-ই ভর করুক না কেন, আপাতত ঊষসীর ফেসবুক প্রোফাইল বেশ ঘটনাবহুল ৷ তিনি সামাজিক মাধ্যমেও জনপ্রিয় ও সক্রিয় ৷
advertisement
কিছু দিন আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, তাঁর মনে হয় চিরকাল তিনি ‘ভুল’ পুরুষকে পছন্দ করেছেন ৷ যাঁরা কোনওভাবেই একজন পূর্ণবয়স্ক নারীর আবেগের যত্ন করতে পারে না ৷ ঊষসীর প্রশ্ন, ‘‘সব বাঙালি পুরুষই কি আদতে শিশু? কেন রে?’’ পোস্টের শেষে ঊষসী হ্যাশট্যাগ দিয়েছেন ‘দ্য লভ লাইফ অব অ্যান অ্যাথেয়িস্ট ম্যাটারস’ ৷ তার আগের লাইনেই অবশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তাঁর কাছে যেন ‘উপযুক্ত পুরুষ’-কে পাঠান তিনি ৷ ঊষসীর এই রসিকতা ভরা আক্ষেপ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ মন্তব্য এসেছেও বিভিন্ন রকম ৷
advertisement
তার পর ফের চমক নেটিজেনদের জন্য ৷ এ বার জুন আন্টি লিপ মিলিয়েছেন লগ্নজিতা চক্রবর্তীর ‘প্রেমে পড়া বারণ’ গানের সঙ্গে ৷ ক্যাপশনে লিখেছেন, ‘সোয়েটার’ ছবির এই গান তাঁর কাছে বরাবরের প্রিয় ৷ তাই এটা করতেই হত!
প্রিয় গানে লিপ মেলানোর সময় অবশ্য জুন আন্টি ভর করেন না ঊষসীর উপর !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমে পড়া বারণ? জানেন কি ঊষসীর উপর কে ভর করেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement