প্রেমে পড়া বারণ? জানেন কি ঊষসীর উপর কে ভর করেন?

Last Updated:

‘‘ভাই, বিশ্বাস করুন ৷ এ সব আমি করি না ৷ আমার উপর তখন জুনান্টি স্বয়ং ভর করেন!’’ নেটিজেনদের উদ্দেশে এ কথা লিখলেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakaborty) ৷

কলকাতা : ‘‘ভাই, বিশ্বাস করুন ৷ এ সব আমি করি না ৷ আমার উপর তখন জুনান্টি স্বয়ং ভর করেন!’’ নেটিজেনদের উদ্দেশে এ কথা লিখলেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakaborty) ৷ সম্প্রতি একটি মিম শেয়ার করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টির বিভিন্ন মুখভঙ্গির ছবি দিয়ে একটি মিম তৈরি করা হয়েছে ৷ মিমের ক্যাপশনে ঊষসীর দাবি, তাঁর উপর ‘জুনান্টি’ ভর করেন বলেই তিনি এরকম মুখভঙ্গি করতে পারেন ৷
শ্যুটিং ফ্লোরে তাঁর উপর যে-ই ভর করুক না কেন, আপাতত ঊষসীর ফেসবুক প্রোফাইল বেশ ঘটনাবহুল ৷ তিনি সামাজিক মাধ্যমেও জনপ্রিয় ও সক্রিয় ৷
advertisement
কিছু দিন আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, তাঁর মনে হয় চিরকাল তিনি ‘ভুল’ পুরুষকে পছন্দ করেছেন ৷ যাঁরা কোনওভাবেই একজন পূর্ণবয়স্ক নারীর আবেগের যত্ন করতে পারে না ৷ ঊষসীর প্রশ্ন, ‘‘সব বাঙালি পুরুষই কি আদতে শিশু? কেন রে?’’ পোস্টের শেষে ঊষসী হ্যাশট্যাগ দিয়েছেন ‘দ্য লভ লাইফ অব অ্যান অ্যাথেয়িস্ট ম্যাটারস’ ৷ তার আগের লাইনেই অবশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তাঁর কাছে যেন ‘উপযুক্ত পুরুষ’-কে পাঠান তিনি ৷ ঊষসীর এই রসিকতা ভরা আক্ষেপ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ মন্তব্য এসেছেও বিভিন্ন রকম ৷
advertisement
তার পর ফের চমক নেটিজেনদের জন্য ৷ এ বার জুন আন্টি লিপ মিলিয়েছেন লগ্নজিতা চক্রবর্তীর ‘প্রেমে পড়া বারণ’ গানের সঙ্গে ৷ ক্যাপশনে লিখেছেন, ‘সোয়েটার’ ছবির এই গান তাঁর কাছে বরাবরের প্রিয় ৷ তাই এটা করতেই হত!
প্রিয় গানে লিপ মেলানোর সময় অবশ্য জুন আন্টি ভর করেন না ঊষসীর উপর !
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমে পড়া বারণ? জানেন কি ঊষসীর উপর কে ভর করেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement