Ushasie Chakraborty: কার ছবি? জুন আন্টি, নাকি ঐশ্বর্য রাই বচ্চন? ঊষসীর পোস্ট ঘিরে ধন্ধে নেটিজেনরা

Last Updated:

ধন্ধের সূত্রপাত যে ছবি ঘিরে, সেটি সম্প্রতি শেয়ার করেছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), ‘শ্রীময়ী’-র জুন আন্টি (June Aunty) ৷

কলকাতা : ছবিতে কে? জুন আন্টি, নাকি ঐশ্বর্য রাই বচ্চন ? এখনও ধন্ধে নেটিজেনরা ৷ তাঁদের ঘোর যেন আর কাটতেই চায় না !
ধন্ধের সূত্রপাত যে ছবি ঘিরে, সেটি সম্প্রতি শেয়ার করেছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), ‘শ্রীময়ী’-র জুন আন্টি (June Aunty) ৷ লাল শাড়িতে জুন সেখানে আদ্যন্ত ভারতীয় বধূসাজে ধরা দিয়েছেন ৷ নেটিজেনদের মত, ছবিতে তাঁকে দেখতে লাগছে বচ্চনবধূর মতো ৷ অনেকে লিখেছেন, এক ঝলক দেখে তাঁদের মনে হয়েছে এটা প্রাক্তন বিশ্বসুন্দরীর মর্ফড ছবি বুঝি !
advertisement
advertisement
ধারাবাহিকের সঙ্গে জুন আন্টি অসম্ভব জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ তাঁর এই ছবিটি পোস্ট করার পর কাটেনি একটি পূর্ণাঙ্গ দিনও ৷ তার মধ্যেই নেটিজেনদের প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ২৭ হাজার ৷ মন্তব্য এসেছে ২ হাজারেরও বেশি ৷
অভিনয়ের পাশাপাশি ঊষসী সমান যত্নবান তাঁর শরীরের সুস্থতার প্রতিও৷ বিশ্ব যোগ দিবসে তিনি বাড়ির ছাদে সূর্যপ্রণামের ছবি পোস্ট করেছেন৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর যোগাভ্যাস দেখে ৷ ফেসবুক লাইভে-ও জুন আন্টির জনপ্রিয়তার ঊর্ধ্বগামী পারদ টের পাওয়া যায় ৷ কিছু দিন আগে তিনি লাইভে এসে স্কুলজীবনে বনমহোৎসবের স্মৃতিচারণ করেন ৷ গানও শোনান নেটিজেনদের ৷ অনেকেই তাঁর কাছে আবৃত্তি শোনানর আর্জি জানিয়ে রেখেছেন ৷ পাশাপাশি, পিতৃদিবসে তাঁর পোস্টও নস্টালজিক করে তুলেছে বহু নেটিজেনকে ৷
advertisement
কিছু দিন ‘শ্রীময়ী’ ধারাবাহিক ছিল জুন আন্টিবিহীন ৷ সে সময় তাঁকে ফিরিয়ে আনার তীব্র দাবি ওঠে নেটিজেনদের মধ্যে ৷ নতুন প্রোমো শেয়ার করে জুন জানান, তিনি ফিরছেন ৷ কুশীলবদের আবার শ্যুটিং শুরুর খবরও তিনি জানান ফেসবুকে ৷
আপাতত নেটিজেনরা বুঁদ তাঁর নতুন ছবিতে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasie Chakraborty: কার ছবি? জুন আন্টি, নাকি ঐশ্বর্য রাই বচ্চন? ঊষসীর পোস্ট ঘিরে ধন্ধে নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement