কলকাতা : ছবিতে কে? জুন আন্টি, নাকি ঐশ্বর্য রাই বচ্চন ? এখনও ধন্ধে নেটিজেনরা ৷ তাঁদের ঘোর যেন আর কাটতেই চায় না !
ধন্ধের সূত্রপাত যে ছবি ঘিরে, সেটি সম্প্রতি শেয়ার করেছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), ‘শ্রীময়ী’-র জুন আন্টি (June Aunty) ৷ লাল শাড়িতে জুন সেখানে আদ্যন্ত ভারতীয় বধূসাজে ধরা দিয়েছেন ৷ নেটিজেনদের মত, ছবিতে তাঁকে দেখতে লাগছে বচ্চনবধূর মতো ৷ অনেকে লিখেছেন, এক ঝলক দেখে তাঁদের মনে হয়েছে এটা প্রাক্তন বিশ্বসুন্দরীর মর্ফড ছবি বুঝি !
ধারাবাহিকের সঙ্গে জুন আন্টি অসম্ভব জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ তাঁর এই ছবিটি পোস্ট করার পর কাটেনি একটি পূর্ণাঙ্গ দিনও ৷ তার মধ্যেই নেটিজেনদের প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ২৭ হাজার ৷ মন্তব্য এসেছে ২ হাজারেরও বেশি ৷
অভিনয়ের পাশাপাশি ঊষসী সমান যত্নবান তাঁর শরীরের সুস্থতার প্রতিও৷ বিশ্ব যোগ দিবসে তিনি বাড়ির ছাদে সূর্যপ্রণামের ছবি পোস্ট করেছেন৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর যোগাভ্যাস দেখে ৷ ফেসবুক লাইভে-ও জুন আন্টির জনপ্রিয়তার ঊর্ধ্বগামী পারদ টের পাওয়া যায় ৷ কিছু দিন আগে তিনি লাইভে এসে স্কুলজীবনে বনমহোৎসবের স্মৃতিচারণ করেন ৷ গানও শোনান নেটিজেনদের ৷ অনেকেই তাঁর কাছে আবৃত্তি শোনানর আর্জি জানিয়ে রেখেছেন ৷ পাশাপাশি, পিতৃদিবসে তাঁর পোস্টও নস্টালজিক করে তুলেছে বহু নেটিজেনকে ৷
কিছু দিন ‘শ্রীময়ী’ ধারাবাহিক ছিল জুন আন্টিবিহীন ৷ সে সময় তাঁকে ফিরিয়ে আনার তীব্র দাবি ওঠে নেটিজেনদের মধ্যে ৷ নতুন প্রোমো শেয়ার করে জুন জানান, তিনি ফিরছেন ৷ কুশীলবদের আবার শ্যুটিং শুরুর খবরও তিনি জানান ফেসবুকে ৷
আপাতত নেটিজেনরা বুঁদ তাঁর নতুন ছবিতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Rai Bachchan, June aunty, Ushasie chakraborty