কলকাতা : ধারাবাহিকের দর্শক তাঁকে চান ৷ কিন্তু তিনি জুন আন্টি কাকে চান? সে হদিশও ফেসবুকে দিয়েছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ জানিয়েছেন, তিনি এক কাপ চায়ে চান শ্রীময়ীকেই ৷
শুধু বলা নয় ৷ ঊষসী শেয়ার করেছেন কেতাদুরস্ত ছবিও৷ ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি ৷ হাতে চায়ের পেয়ালা ৷ এবং সেখানে পেয়ালার গায়ে ছবিতে দাঁড়িয়ে আছেন, আর কেউ নন, শ্রীময়ীবেশে স্বয়ং ইন্দ্রাণী হালদার!
কবীর সুমনের গানের পঙক্তি অনুসরণে উদ্ধৃতি করেই থেমে যাননি অভিনেত্রী ৷ সুকুমার রায়ের ‘ভয় পেয়ো না’ ছড়া উল্লেখ করে দিয়েছেন বরাভয়ও ৷ লিখেছেন, ‘‘মনটা আমার বড্ড নরম / হাড়ে আমার রাগটি নেই / তোমায় আমি চিবিয়ে খাব / এমন আমার সাধ্যি নেই ৷’’
ঊষসীর রসবোধকে এর আগেও বাহবা জানিয়েছেন নেটিজেনরা ৷ এই পোস্টেও তার অন্যথা হয়নি ৷ ধারাবাহিকের প্লট অনুযায়ী মারণ রোগে আক্রান্ত রোহিত সেনের সঙ্গে ঘর বাঁধছেন শ্রীময়ী ৷ অন্যদিকে, জুন আন্টি বসে আছেন জেলে! তবে নেটিজেনরা সহমত, জুনকে ছাড়া ধারাবাহিক একদমই জমছে না ৷ তাঁরা যে খলনায়িকাকে মিস করছেন, একথা জানাতে ভোলেননি দর্শকরা ৷ তাঁদের মতে, জোরদার খলনায়িকা থাকলে তবেই জমে ওঠে ধারবাহিকের প্লট ৷ কেউ তাঁকে মজা করে বলেছেন, তাড়াতাড়ি ফিরে আসার জন্য ৷ কারণ নেটিজেন মনে করেন, শ্রীময়ী রোহিতকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় জুনের পথ কণ্টকমুক্ত!
অভিনয়ের পাশাপাশি শ্রীময়ীর অন্যান্য শখের রেশও ধরা পড়ে তাঁর ফেসবুক প্রোফাইলে ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷
এ ছাড়া ইতিমধ্যে অনেক বার ফেসবুক লাইভে গান শুনিয়েছেন তিনি ৷ থেমে থাকেননি সেখানেই ৷ শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল ৷ ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিয়োতে ঊষসী গেয়েছেন কবীর সুমনের গান, ‘নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই’ ৷ তবে গানটি বেশি পরিচিত ‘সাড়া দাও, উদাসীন থেকো না’ এই পঙক্তিটিতে ৷ ঊষসী এর আগে জানিয়েছিলেন, এটি তাঁর প্রিয় গান ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েওছিলেন ৷ ইউটিউব চ্যানেলের প্রথম বিষয় হিসেবে তাই বেছে নিয়েছেন প্রিয় গানকেই ৷
পর্দার খলনায়িকার সৃজনশীলতা ও রসবোধে ভরা বাস্তবজীবন এভাবেই উঁকি দিয়ে যায় সামাজিক মাধ্যমে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।