Ushasie Chakraborty : এক কাপ চায়ে কাকে চান জুন আন্টি? জানালেন নিজেই

Last Updated:

জুন আন্টি কাকে চান? সে হদিশও ফেসবুকে দিয়েছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ জানিয়েছেন, তিনি এক কাপ চায়ে চান শ্রীময়ীকেই ৷

কলকাতা : ধারাবাহিকের দর্শক তাঁকে চান ৷ কিন্তু তিনি জুন আন্টি কাকে চান? সে হদিশও ফেসবুকে দিয়েছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ জানিয়েছেন, তিনি এক কাপ চায়ে চান শ্রীময়ীকেই ৷
শুধু বলা নয় ৷ ঊষসী শেয়ার করেছেন কেতাদুরস্ত ছবিও৷ ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি ৷ হাতে চায়ের পেয়ালা ৷ এবং সেখানে পেয়ালার গায়ে ছবিতে দাঁড়িয়ে আছেন, আর কেউ নন, শ্রীময়ীবেশে স্বয়ং ইন্দ্রাণী হালদার!
কবীর সুমনের গানের পঙক্তি অনুসরণে উদ্ধৃতি করেই থেমে যাননি অভিনেত্রী ৷ সুকুমার রায়ের ‘ভয় পেয়ো না’ ছড়া উল্লেখ করে দিয়েছেন বরাভয়ও ৷ লিখেছেন, ‘‘মনটা আমার বড্ড নরম / হাড়ে আমার রাগটি নেই / তোমায় আমি চিবিয়ে খাব / এমন আমার সাধ্যি নেই ৷’’
advertisement
advertisement
ঊষসীর রসবোধকে এর আগেও বাহবা জানিয়েছেন নেটিজেনরা ৷ এই পোস্টেও তার অন্যথা হয়নি ৷ ধারাবাহিকের প্লট অনুযায়ী মারণ রোগে আক্রান্ত রোহিত সেনের সঙ্গে ঘর বাঁধছেন শ্রীময়ী ৷ অন্যদিকে, জুন আন্টি বসে আছেন জেলে!  তবে নেটিজেনরা সহমত, জুনকে ছাড়া ধারাবাহিক একদমই জমছে না ৷ তাঁরা যে খলনায়িকাকে মিস করছেন, একথা জানাতে ভোলেননি দর্শকরা ৷ তাঁদের মতে, জোরদার খলনায়িকা থাকলে তবেই জমে ওঠে ধারবাহিকের প্লট ৷ কেউ তাঁকে মজা করে বলেছেন, তাড়াতাড়ি ফিরে আসার জন্য ৷ কারণ নেটিজেন মনে করেন, শ্রীময়ী রোহিতকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায় জুনের পথ কণ্টকমুক্ত!
advertisement
অভিনয়ের পাশাপাশি শ্রীময়ীর অন্যান্য শখের রেশও ধরা পড়ে তাঁর ফেসবুক প্রোফাইলে ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই যোগাভ্যাস অনুশীলনের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ঊষসী চক্রবর্তী ৷ তাঁর শারীরিক কসরতে মুগ্ধ নেটিজেনরা ৷
এ ছাড়া ইতিমধ্যে অনেক বার ফেসবুক লাইভে গান শুনিয়েছেন তিনি ৷ থেমে থাকেননি সেখানেই ৷ শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল ৷ ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিয়োতে ঊষসী গেয়েছেন কবীর সুমনের গান, ‘নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই’ ৷ তবে গানটি বেশি পরিচিত ‘সাড়া দাও, উদাসীন থেকো না’ এই পঙক্তিটিতে ৷ ঊষসী এর আগে জানিয়েছিলেন, এটি তাঁর প্রিয় গান ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েওছিলেন ৷ ইউটিউব চ্যানেলের প্রথম বিষয় হিসেবে তাই বেছে নিয়েছেন প্রিয় গানকেই ৷
advertisement
পর্দার খলনায়িকার সৃজনশীলতা ও রসবোধে ভরা বাস্তবজীবন এভাবেই উঁকি দিয়ে যায় সামাজিক মাধ্যমে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasie Chakraborty : এক কাপ চায়ে কাকে চান জুন আন্টি? জানালেন নিজেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement