Ushasie Chakraborty: এখন অনেকটা সুস্থ, অসুস্থতার অতিরঞ্জনে ক্ষুব্ধ জুন আন্টি

Last Updated:

ফেসবুকে এ সবই নিজের স্ট্যাটাসে দিয়েছিলেন ঊষসী চক্রবর্তী ৷ তার পর থেকে চাউর হয়ে গিয়েছে জুন আন্টি ‘গুরুতর’ অসুস্থ ৷

কলকাতা :  ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়েছিলেন ৷ জ্বর এসেছিল৷ সঙ্গে দুর্বলতা এবং গায়ে যন্ত্রণা ৷ মাথা তুলতে পারছিলেন না ৷ ফেসবুকে এ সবই নিজের স্ট্যাটাসে দিয়েছিলেন ঊষসী চক্রবর্তী ৷ তার পর থেকে চাউর হয়ে গিয়েছে জুন আন্টি ‘গুরুতর’ অসুস্থ ৷ এতেই চটেছেন অভিনেত্রী ৷ ফেসবুকেই জানিয়েছেন প্রতিবাদ ৷
তাঁর কথায়, তিনি বলেছিলেন করোনার টিকা নেওয়া পর জ্বর এসেছে ৷ একে কি গুরুতর অসুস্থ বলে? প্রশ্ন ঊষসীর ৷ তিনি লিখেছেন, ‘আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ প্রচুর চেনা লোক চলে যাচ্ছেন ৷ অনেকেই গুরুতর অসুস্থ ৷ এই সময় বিভ্রান্তিমূলক, অকারণ ভুলভাল খবর ছড়াবেন না’৷
পর্দার বাইরেও ঊষসী সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ৷ ভীতি কাটিয়ে ইঞ্জেকশন নেওয়া থেকে টিকাপরবর্তী অসুস্থতা সবই ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি ৷ মজা করে বলেছিলেন, টিকা নেওয়ার পর থেকে তাঁর খুব ডার্ক চকোলেট খেতে ইচ্ছে করছে ৷ কিন্তু অসুস্থতার খবর যে এইভাবে অতিরঞ্জিত হবে, তিনি ভাবতে পারেননি ৷
advertisement
advertisement
দর্শকরা অপেক্ষা করে থাকেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টিকে দেখার জন্য ৷ বাস্তবের ঊষসী ছোটবেলায় অপেক্ষা করে থাকতেন বর্ষাকালের ৷ কারণ তাঁর স্কুলে বিশেষ অনুষ্ঠান হত এই ঋতুতে ৷ এখন বর্ষা এলেই মনে পড়ে সে সব দিনের কথা ৷ কিছু দিন আগে বিশ্ব পরিবেশ দিবসে স্মৃতিমেদুর ঊষসী ফেসবুক লাইভে ফিরে গিয়েছিলেন স্কুলজীবনে ৷
advertisement
নস্টালজিক অভিনেত্রী জানান, তিনি পড়তেন বেথুন স্কুলে ৷ ঐতিহ্যবাহী প্রাচীন এই স্কুলে প্রতি বছর পালিত হত বনমহোৎসব ৷ বৃক্ষরোপণের সেই পার্বণে অংশ নিতেন ছোট থেকে বড় সকল ছাত্রী ৷ পাশে থাকতেন শিক্ষিকারাও ৷ নিয়ম করে গাওয়া হত রবীন্দ্রসঙ্গীত ‘মরুবিজয়ের কেতন ওড়াও’ ৷ ফেসবুক লাইভে গানটি গেয়েও শোনান তিনি ৷ তবে জানান, তিনি স্কুলে গান করতেন না৷ বরং অংশ নিতেন আবৃত্তি অনুষ্ঠানে ৷ এ কথা শোনার পর অনেকেই তাঁর কাছে কবিতাপাঠের আর্জি জানান ৷ অনুরাগীদের তিনি আশ্বাস দিয়েছেন একদিন আবৃত্তি শোনাবেন ৷ নেটিজেনদের আরও আশ্বস্ত করেছেন নিজের সুস্থতার সংবাদে ৷ জানিয়েছেন আগের থেকে ভাল আছেন ৷ জ্বর আসেনি, তবে দুর্বলতা আছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasie Chakraborty: এখন অনেকটা সুস্থ, অসুস্থতার অতিরঞ্জনে ক্ষুব্ধ জুন আন্টি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement