Ushasi Ray: শাহরুখই প্রথম প্রেম! 'জওয়ান'-এর সাফল্য উদযাপনে ত্রুটি রাখলেন না ঊষসী, যা করলেন...

Last Updated:

Ushasi Ray: জরা কাটিয়ে শাহরুখ ফিরলেন। ঊষসীর আনন্দও বাঁধ ভাঙল। ভালবাসার নায়কের সাফল্য উদযাপনেও রইল না ত্রুটি।

কলকাতা: প্রথম প্রেম কে? বহুশ্রুত এই প্রশ্ন পেলে উত্তর দিতে খুব বেশি সময় নেন ঊষসী রায়। এক মুহূর্তও ব্যয় না করে বলে ওঠেন ‘শাহরুখ খান’। সেই কাঁচা বয়সেই বাদশার প্রেমে ভুলেছিলেন নায়িকা। এর পর অনেকটা সময় গড়িয়েছে। কিন্তু ঊষসীর শাহরুখ-প্রেম এখনও অটুট। বরং আরও বেশি জোরালো। মাঝের চারটে বছর যখন অভিনেতা অন্তরাল আগলেছিলেন, তখন তাঁর প্রত্যাবর্তনের দিন গুনেছিলেন পর্দার অনুশ্রী। জরা কাটিয়ে শাহরুখ ফিরলেন। ঊষসীর আনন্দও বাঁধ ভাঙল। ভালবাসার নায়কের সাফল্য উদযাপনেও রইল না ত্রুটি।
‘জওয়ান’-এর ‘চলেয়া’র সঙ্গে পা মেলালেন ঊষসী। আসমুদ্রহিমাচল যে প্রেমের গানে বুঁদ, তারই তালে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। অনুরাগীদের জন্য সেই ভিডিও পোস্ট করেন তিনি। সাদা-কালো শার্ট, রিপড জিনস, খোলা চুল, ঊষসী আরও একবার নজর কাড়লেন হালকা সাজে। শাহরুখের প্রতি তাঁর ভালবাসায় মুগ্ধ অনুরাগীরাও।
advertisement
advertisement
ইতিমধ্যেই দু’বার ‘জওয়ান’ দেখে ফেলেছেন ঊষসী। প্রথম বার সঙ্গী হয়েছিলেন বন্ধুরা। দ্বিতীয় বার অভিনেত্রীর মা-বাবা। নিউজ18 বাংলাকে তিনি বলেন, “শাহরুখের ফেরার অপেক্ষায় ছিলাম। অনুরাগী হিসেবে কতটা খুশি বলে বোঝানোর ভাষা নেই। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এ বার ডানকি’-র অপেক্ষায় রইলাম।”
advertisement
সম্প্রতি ‘কুমুদিনী ভবন’-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে ঊষসীকে। অনুশ্রী চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সিরিজটিও পেয়েছে সাফল্যের তকমা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ushasi Ray: শাহরুখই প্রথম প্রেম! 'জওয়ান'-এর সাফল্য উদযাপনে ত্রুটি রাখলেন না ঊষসী, যা করলেন...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement