মেয়েদের লড়াইয়ের কাহিনিই ধরা পড়ল উড়নচণ্ডীর ট্রেলারে

Last Updated:

প্রথম ছবি পরিচালনায় অভিষেক সাহা ৷ ছবির নাম উড়নচণ্ডী ৷ সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলর লঞ্চ ৷ এরআগেই সোশ্যাল মিডিয়া এক এক করে ছবির চরিত্রেদের সঙ্গে পরিচিত হয়েছি আমরা ৷

#কলকাতা: প্রথম ছবি পরিচালনায় অভিষেক সাহা ৷ ছবির নাম উড়নচণ্ডী ৷ সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ ৷ এরআগেই সোশ্যাল মিডিয়া এক এক করে ছবির চরিত্রেদের সঙ্গে পরিচিত হয়েছি আমরা ৷ ছবিতে রয়েছেন চিত্র সেন, সুদীপ্তা চক্রবর্তী, রাজনন্দিনী পাল,  অমর্ত্য রায় ৷ সাবিত্রীর চরিত্রে চিত্রা সেন, বিন্দির চরিত্রে সুদীপ্তা, ছোটুর চরিত্রে অমর্ত্য, মিনুর চরিত্রে রাজনন্দিনী ৷
ছবির ট্রেলার দখে স্পষ্ট, সমাজে মেয়েদের লড়াইয়ের গল্প বলা হয়েছে ৷ কখনও তা যুবতী মিনু বা কখনও প্রৌঢ় সাবিত্রী ৷ প্রত্যেকে লড়তে হচ্ছে সমাজের নানা সমস্যার সঙ্গে ৷ ছবির প্রযোজনায় এনআইডিয়াজ ক্রিয়েশন এন্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রথম ছবিতে পরিচালনার দায়িত্বে অভিষেক সাহা ৷ বহুদিন তিনি যুক্ত টলিউডের সঙ্গে, ছবি সম্পাদনার কাজের মাধ্যমে ৷ আপাতত ছবির ট্রেলারে বেশ আশা জাগিয়েছেন অভিষেক ৷ এখন অপেক্ষা ছবি মুক্তির ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়েদের লড়াইয়ের কাহিনিই ধরা পড়ল উড়নচণ্ডীর ট্রেলারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement