হ্যাকারদের কবলে উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দায়ের FIR

Last Updated:

গত ১৬ডিসেম্বর এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি

#মুম্বই: ডিসেম্বরের শুরুতেই সকলকে চমক দিয়ে রাজনীতিতে পা দেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷ এবার সাইবার ক্রাইমের শিকার হলেন তিনি৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হল তাঁর৷ গত ১৬ডিসেম্বর এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷
বুধবার নিজের ট্যুইটার প্রোফাইলে ছবি আপলোড করে ক্যাপশনে উর্মিলা জানান, সাইবার ক্রাইমের মতো বিষয়কে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায় তিনি সঙ্গে সঙ্গে FIR দায়ের করেছেন। এফআইআরের কপি তিনি সাইবার ক্রাইম শাখার ডিসিপি রশমি কারান্ডিকারের হাতে তুলে দিয়েছেন। যিনি তাঁকে এই বিষয়ে আরও অনেক কিছু জানিয়েছেন। ভবিষ্যতে সেগুলি মাথায় রাখবেন বলেও জানান উর্মিলা।
advertisement
তাঁর অভিযোগ, তিনি ১৬ ডিসেম্বর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লিঙ্ক পান। তিনি যখন লিঙ্কটি ক্লিক করেন, তখন তাঁকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হয়। এমনকী তিনি অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ড-টি সেট করেছিলেন, তা দেওয়ার পরেও তিনি অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারেন নি৷ এরপর পাসওয়ার্ড-টি পুনরায় সেট করার চেষ্টা করলে পাসওয়ার্ড সেটের লিঙ্ক অন্য কোনও নম্বরে এসএমএস যায়৷ তখনই তিনি বুঝতে পারেন, তাঁর অ্যাকাউন্ট-টি হ্যাক হয়েছে। উর্মিলা পুলিশকে জানান, যে কোনও এক অজ্ঞাত পরিচয় হ্যাকার তার অ্যাকাউন্টের পুনরুদ্ধারের নম্বর এবং পুনরুদ্ধারের ইমেল পরিবর্তন করতেও সক্ষম হয়েছে এবং তাঁর অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট ডিলিট করা হয়েছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার ট্যুইটারে অভিনেত্রী জানান, মুম্বই পুলিশের সাহায্যে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। এত কম সময়ে কাজটি করে দেওয়ার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদও জানান তিনি। তবে অভিনেত্রীর কিছু পোস্ট ফিরে পাওয়া সম্ভব হয়নি৷
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর তিনি হেরে যান ও দলত্যাগ করেন৷ ডিসেম্বরের শুরুতেই মহারাষ্ট্রের শাসক দল শিব সেনায় যোগ দেন বলিউড তারকা উর্মিলা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হ্যাকারদের কবলে উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দায়ের FIR
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement