Uribaba : ‘শিস দিতে দিতে মরব’, বেঁচে থাকার বার্তা দিচ্ছে শিল্পী-শ্রোতার আড্ডা ঘেরা ডিজিটাল শো ‘ফাইভ এমএম অন দ্য রক’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
‘উরিবাবা’ যাত্রা শুরু করল ‘ফাইভ এম এম অন দ্য রক’ (5MM On The Rock) শো-এর সঙ্গে ৷ ২০ টি পর্বে বিস্তৃত এই শো-এর একটি করে পর্বে প্রতি সপ্তাহে উপহার দেবে ‘উরিবাবা’ ৷
কলকাতা : ‘মরব না৷ মরার সময় শিস দিতে দিতে মরব’৷ বলছেন শিলাজিৎ (Shilajit) ৷ তাঁর এই স্পর্ধিত উষ্ণতার আঁচে নিজেদের ঝিমিয়ে পড়া মনোবল সেঁকে নিতে পারবেন দর্শক-শ্রোতারা ৷ ‘উরিবাবা’-র ‘ফাইভ এম এম অন দ্য রক’ অনুষ্ঠানে ৷
বিনোদন মানচিত্রে নতুন সংযোজন এই ডিজিটাল মঞ্চ ‘উরিবাবা’ (Uribaba) ৷ ওটিটি নয়, বরং সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ বিনোদনের মঞ্চ ৷ যেখানে তুলে ধরা হবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কনটেন্ট ৷
সম্প্রতি ‘উরিবাবা’ যাত্রা শুরু করল ‘ফাইভ এম এম অন দ্য রক’ (5MM On The Rock) শো-এর সঙ্গে ৷ ২০ টি পর্বে বিস্তৃত এই শো-এর একটি করে পর্বে প্রতি সপ্তাহে উপহার দেবে ‘উরিবাবা’ ৷
advertisement
advertisement
প্রতি পর্বের শ্যুট করা হয়েছে সল্টলেক সেক্টর ফাইভের ‘ফাইভ ম্যাড মেন’ রেস্তরাঁয় ৷ তাই মিউজিক শো-এর নামের আগেও এই সংযোজন ৷
তোমায় গান শোনাব বলেই শুধু এই শো-এর আগমন নয় ৷ বরং, গায়ক-দর্শক আড্ডা এবং সেই আড্ডা থেকেই নতুন গানের জন্ম, এই শো-এর মূল ইউএসপি ৷
শো-এর নেপথ্যে মূল ভাবনা অভিনেতা সৌরভ চক্রবর্তীর ৷ তিনি এর আগে ডিজিটালে ফিকশন ভিত্তিক কাজ একাধিক করেছেন ৷ কিন্তু নন ফিকশন এই প্রথম ৷ জানালেন, ‘‘ নব্বইয়ের দশকে বড় হয়েছি তো ৷ তখন মিউজিক ভিডিয়োর রমরমা ৷ ধীরে ধীরে মিউজিক ভিডিয়োর উন্মাদনায় ভাটা এল ৷ সেও দেখলাম ৷ পরে কোক স্টুডিয়ো, বা এখন ইউটিউবের হাত ধরে আবার নতুন করে জোয়ার এসেছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে ৷’’ সেই ভাবনারই ফসল এই মিউজিক শো ৷
advertisement
শিলাজিৎকে সাহায্য করেছেন ধী ৷ এছাড়াও এই শো-এ অংশ নিতে দেখা যাবে অনুপম-পিয়া এবং দু’জন নতুন শিল্পী সাত্তিক ও প্রজ্ঞাকে ৷ সৌরভের লেখা দু’টি গানও এই শো-এ থাকছে ৷
কোনও নির্দিষ্ট বয়সের গণ্ডির কথা ভেবে এই গানের শো-এর জন্ম নয় ৷ বরং একটা বড় ব্যাপ্তির শ্রোতাদের একসঙ্গে পেতে চায় ‘ফাইভ এম এম অন দ্য রক’ ৷
advertisement
শো-এর জন্য চারটি গান রেকর্ড করেছেন অনুপম-পিয়া ৷ ‘উরিবাবা’-র মঞ্চে কাজ করে খুবই খুশি অনুপম ৷ বললেন, ‘‘দেড় বছরের স্থবিরতা কাটিয়ে আবার কাজ করলাম তো ৷ খুব ভাল লাগছে ৷ আমি উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞ ৷ গান রেকর্ড করার ক্ষেত্রেও যন্ত্রানুসঙ্গ-সহ অন্যান্য ক্ষেত্রে ওঁরা আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ৷’’ এরকম একটি অভিনব ডিজিটাল মঞ্চে গান করার জন্য কি বিশেষ কোনও প্রস্তুতি ছিল ? অনুপমের কথায়, ‘‘ কোন মাধ্যমে গান গাইছি, সেটা পারফর্ম্যান্সের সময় ভাবি না ৷ সে সময় গানে ডুবে যাই ৷ নতুন এই শো-তেও সেভাবেই গান করেছি ৷ ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এই ধরনের কাজ করতে চাই৷’’
advertisement
ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্টের এই অভিনব প্রচেষ্টার জন্ম ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্সের উদ্যোগে ৷ নেপথ্য কারিগর অমিত বসু, সৌরভ চক্রবর্তী এবং ঈশিতা সরকার ৷ তাঁদের সঙ্গে আছেন নরেশ ক্ষেত্রপাল এবং সঞ্জীব ধীরানি ৷
গত বছর দীর্ঘ লকডাউনেই বিনোদনের এই নতুন উদ্যোগের কথা মাথায় আসে অমিত, সৌরভ এবং ঈশিতার ৷ চারদিকে কাজের আকাল, এদিকে কাজের সুযোগের জন্য অপেক্ষায় এক দল সৃজনশীল মুখ ৷ তাঁদের মধ্যে অভিনেতা, টেকনিশিয়ান ছাড়াও আছেন পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপলেখকরাও ৷ তাঁরা সকলে কাজ করতে চান ৷ কিন্তু লকডাউনে কাজের সুযোগ নেই ৷ সেই সুযোগ তথা কাজের নতুন দিশা দেখিয়েছে ‘উরিবাবা’ ৷
advertisement
‘ফাইভ এমএম অন দ্য রক’-এর পাশাপাশি সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েবসিরিজ ‘বিরহী’-র ট্রেলরও ৷ সিরিজটিও দেখা খুব শীঘ্রই ৷ এ ছাড়াও ‘উরিবাবা’-য় দেখা যাবে সিট কম-ও ৷ আরও একগুচ্ছ নানা স্বাদের অনুষ্ঠান একে একে আসবে এই ডিজিটাল মঞ্চে ৷
সৌরভের কথায়, কাজে ডুবে থাকাই তাঁর ব্যক্তিগত জীবন, তাঁর বিনোদন সবকিছু ৷ ‘উরিবাবা’-কে যত বেশি সংখ্যক নেটিজেনের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য ৷ তবে ‘নেটিজেন’ বলতে তাঁদের কাছে শুধুই নতুন প্রজন্ম নয় ৷ তাঁরা মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতি বিগত প্রজন্মকেও যথেষ্ট টেক স্যাভি করে তুলেছে ৷ তাঁদের কাছেও ‘উরিবাবা’-কে পৌঁছে দিতে চান উদ্যোগীরা ৷ তাই এমন কোনও বিষয় এখানে থাকছে না, যা নেটদুনিয়ার একাংশকে দূরে সরিয়ে রাখতে পারে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2021 3:58 PM IST