Uribaba : ‘শিস দিতে দিতে মরব’, বেঁচে থাকার বার্তা দিচ্ছে শিল্পী-শ্রোতার আড্ডা ঘেরা ডিজিটাল শো ‘ফাইভ এমএম অন দ্য রক’

Last Updated:

‘উরিবাবা’ যাত্রা শুরু করল ‘ফাইভ এম এম অন দ্য রক’ (5MM On The Rock) শো-এর সঙ্গে ৷ ২০ টি পর্বে বিস্তৃত এই শো-এর একটি করে পর্বে প্রতি সপ্তাহে উপহার দেবে ‘উরিবাবা’ ৷

কলকাতা : ‘মরব না৷ মরার সময় শিস দিতে দিতে মরব’৷ বলছেন শিলাজিৎ (Shilajit) ৷ তাঁর এই স্পর্ধিত উষ্ণতার আঁচে নিজেদের ঝিমিয়ে পড়া মনোবল সেঁকে নিতে পারবেন দর্শক-শ্রোতারা ৷ ‘উরিবাবা’-র ‘ফাইভ এম এম অন দ্য রক’ অনুষ্ঠানে ৷
বিনোদন মানচিত্রে নতুন সংযোজন এই ডিজিটাল মঞ্চ ‘উরিবাবা’ (Uribaba) ৷ ওটিটি নয়, বরং সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ বিনোদনের মঞ্চ ৷ যেখানে তুলে ধরা হবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কনটেন্ট ৷
সম্প্রতি ‘উরিবাবা’ যাত্রা শুরু করল ‘ফাইভ এম এম অন দ্য রক’ (5MM On The Rock) শো-এর সঙ্গে ৷ ২০ টি পর্বে বিস্তৃত এই শো-এর একটি করে পর্বে প্রতি সপ্তাহে উপহার দেবে ‘উরিবাবা’ ৷
advertisement
advertisement
প্রতি পর্বের শ্যুট করা হয়েছে সল্টলেক সেক্টর ফাইভের ‘ফাইভ ম্যাড মেন’ রেস্তরাঁয় ৷ তাই মিউজিক শো-এর নামের আগেও এই সংযোজন ৷
তোমায় গান শোনাব বলেই শুধু এই শো-এর আগমন নয় ৷ বরং, গায়ক-দর্শক আড্ডা এবং সেই আড্ডা থেকেই নতুন গানের জন্ম, এই শো-এর মূল ইউএসপি ৷
শো-এর নেপথ্যে মূল ভাবনা অভিনেতা সৌরভ চক্রবর্তীর ৷ তিনি এর আগে ডিজিটালে ফিকশন ভিত্তিক কাজ একাধিক করেছেন ৷ কিন্তু নন ফিকশন এই প্রথম ৷ জানালেন, ‘‘ নব্বইয়ের দশকে বড় হয়েছি তো ৷ তখন মিউজিক ভিডিয়োর রমরমা ৷ ধীরে ধীরে মিউজিক ভিডিয়োর উন্মাদনায় ভাটা এল ৷ সেও দেখলাম ৷ পরে কোক স্টুডিয়ো, বা এখন ইউটিউবের হাত ধরে আবার নতুন করে জোয়ার এসেছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে ৷’’ সেই ভাবনারই ফসল এই মিউজিক শো ৷
advertisement
শিলাজিৎকে সাহায্য করেছেন ধী ৷ এছাড়াও এই শো-এ অংশ নিতে দেখা যাবে অনুপম-পিয়া এবং দু’জন নতুন শিল্পী সাত্তিক ও প্রজ্ঞাকে ৷ সৌরভের লেখা দু’টি গানও এই শো-এ থাকছে ৷
কোনও নির্দিষ্ট বয়সের গণ্ডির কথা ভেবে এই গানের শো-এর জন্ম নয় ৷ বরং একটা বড় ব্যাপ্তির শ্রোতাদের একসঙ্গে পেতে চায় ‘ফাইভ এম এম অন দ্য রক’ ৷
advertisement
শো-এর জন্য চারটি গান রেকর্ড করেছেন অনুপম-পিয়া ৷ ‘উরিবাবা’-র মঞ্চে কাজ করে খুবই খুশি অনুপম ৷ বললেন, ‘‘দেড় বছরের স্থবিরতা কাটিয়ে আবার কাজ করলাম তো ৷ খুব ভাল লাগছে ৷ আমি উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞ ৷ গান রেকর্ড করার ক্ষেত্রেও যন্ত্রানুসঙ্গ-সহ অন্যান্য ক্ষেত্রে ওঁরা আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ৷’’ এরকম একটি অভিনব ডিজিটাল মঞ্চে গান করার জন্য কি বিশেষ কোনও প্রস্তুতি ছিল ? অনুপমের কথায়, ‘‘ কোন মাধ্যমে গান গাইছি, সেটা পারফর্ম্যান্সের সময় ভাবি না ৷ সে সময় গানে ডুবে যাই ৷ নতুন এই শো-তেও সেভাবেই গান করেছি ৷ ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এই ধরনের কাজ করতে চাই৷’’
advertisement
ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্টের এই অভিনব প্রচেষ্টার জন্ম ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্সের উদ্যোগে ৷ নেপথ্য কারিগর অমিত বসু, সৌরভ চক্রবর্তী এবং ঈশিতা সরকার ৷ তাঁদের সঙ্গে আছেন নরেশ ক্ষেত্রপাল এবং সঞ্জীব ধীরানি ৷
গত বছর দীর্ঘ লকডাউনেই বিনোদনের এই নতুন উদ্যোগের কথা মাথায় আসে অমিত, সৌরভ এবং ঈশিতার ৷ চারদিকে কাজের আকাল, এদিকে কাজের সুযোগের জন্য অপেক্ষায় এক দল সৃজনশীল মুখ ৷ তাঁদের মধ্যে অভিনেতা, টেকনিশিয়ান ছাড়াও আছেন পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপলেখকরাও ৷ তাঁরা সকলে কাজ করতে চান ৷ কিন্তু লকডাউনে কাজের সুযোগ নেই ৷ সেই সুযোগ তথা কাজের নতুন দিশা দেখিয়েছে ‘উরিবাবা’ ৷
advertisement
‘ফাইভ এমএম অন দ্য রক’-এর পাশাপাশি সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়েবসিরিজ ‘বিরহী’-র ট্রেলরও ৷ সিরিজটিও দেখা খুব শীঘ্রই ৷ এ ছাড়াও ‘উরিবাবা’-য় দেখা যাবে সিট কম-ও ৷ আরও একগুচ্ছ নানা স্বাদের অনুষ্ঠান একে একে আসবে এই ডিজিটাল মঞ্চে ৷
সৌরভের কথায়, কাজে ডুবে থাকাই তাঁর ব্যক্তিগত জীবন, তাঁর বিনোদন সবকিছু ৷ ‘উরিবাবা’-কে যত বেশি সংখ্যক নেটিজেনের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য ৷ তবে ‘নেটিজেন’ বলতে তাঁদের কাছে শুধুই নতুন প্রজন্ম নয় ৷ তাঁরা মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতি বিগত প্রজন্মকেও যথেষ্ট টেক স্যাভি করে তুলেছে ৷ তাঁদের কাছেও ‘উরিবাবা’-কে পৌঁছে দিতে চান উদ্যোগীরা ৷ তাই এমন কোনও বিষয় এখানে থাকছে না, যা নেটদুনিয়ার একাংশকে দূরে সরিয়ে রাখতে পারে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uribaba : ‘শিস দিতে দিতে মরব’, বেঁচে থাকার বার্তা দিচ্ছে শিল্পী-শ্রোতার আড্ডা ঘেরা ডিজিটাল শো ‘ফাইভ এমএম অন দ্য রক’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement