Digital Platform: ‘উরিবাবা!’ সিরিজ থেকে সিট কম, সম্পূর্ণ বিনামূল্যে হাজারো স্বাদ এ বার ডিজিটাল মঞ্চে

Last Updated:

নেটমাধ্যমে বিশুদ্ধ বিনোদন ৷ যা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে ৷ এরকমই এক ডিজিটাল মঞ্চ (Digital Platform) ‘উরিবাবা (Uribaba)’৷

কলকাতা : ওটিটি নয় ৷ টেলিভিশন নয় ৷ কিন্তু নেটমাধ্যমে বিশুদ্ধ বিনোদন ৷ যা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে ৷ এরকমই এক ডিজিটাল মঞ্চ (Digital Platform) ‘উরিবাবা (Uribaba)’৷ বাংলা বিনোদনের দুনিয়ায় ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্টের এই অভিনব প্রচেষ্টার জন্ম ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্সের উদ্যোগে ৷ নেপথ্য কারিগর অমিত বসু, সৌরভ চক্রবর্তী এবং ঈশিতা সরকার ৷ তাঁদের সঙ্গে আছেন নরেশ ক্ষেত্রপাল এবং সঞ্জীব ধীরানি ৷
‘উরিবাবা’ নামকরণের কারণ কী? ঈশিতা জানালেন, ‘‘অবাক হলে বা ব্যথা লাগলে এই এক্সপ্রেশনটাই আমাদের মুখ থেকে সবার আগে বার হয় ৷ তা ছাড়া যে কোনও ভাষাতেই উচ্চারণ করাও সহজ ৷ নাম দেওয়ার সময় এগুলোই আমাদের মাথায় ছিল ৷ চেনা বাংলা গানের সঙ্গে কিন্তু মিল নেই৷’’ কন্টেন্ট-এর দিক দিয়েও এই প্ল্যাটফর্ম ‘উরি, উরি বাবা’ নয় ৷ বরং, আমাদের ডিজিটাল মঞ্চ সাজানো থাকছে তরতাজা এবং মৌলিক বিষয়বস্তু দিয়ে ৷ প্রত্যয়ী ঈশিতার কণ্ঠ৷
advertisement
গত বছর দীর্ঘ লকডাউনেই বিনোদনের এই নতুন উদ্যোগের কথা মাথায় আসে অমিত, সৌরভ এবং ঈশিতার ৷ চারদিকে কাজের আকাল, এদিকে কাজের সুযোগের জন্য অপেক্ষায় এক দল সৃজনশীল মুখ ৷ তাঁদের মধ্যে অভিনেতা, টেকনিশিয়ান ছাড়াও আছেন পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপলেখকরাও ৷ তাঁরা সকলে কাজ করতে চান ৷ কিন্তু লকডাউনে কাজের সুযোগ নেই ৷ সেই সুযোগ তথা কাজের নতুন দিশা দেখিয়েছে ‘উরিবাবা’ ৷ নানা স্বাদের কন্টেন্টের মধ্যে অন্যতম ‘বিরহী’, ‘ক্যাফে অন রক’, ‘দুয়ারে বৌমা’, ‘মিটিং মাসি’, ‘সিট কম’ এবং ‘প্রেম গেম’৷
advertisement
advertisement
‘বিরহী’ এবং ‘দুয়ারে বৌমা’ ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ ৷ ‘বিরহী’ একটি গ্রামের নাম৷ সেখানে স্থানীয় স্কুলে পড়াতে আসেন এক শিক্ষক ৷ তার পর পরিস্থিতির প্রবাহে কীভাবে শিক্ষকতা গৌণ হয়ে মুখ্য হয়ে অন্য প্রসঙ্গ, তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে গল্প ৷ আবার ‘দুয়ারে বৌমা’ হল অতি আধুনিকা পুত্রবধূ এবং শুচিবায়ুগ্রস্ত শাশুড়ির মুখোমুখি হওয়ার আখ্যান ৷ ‘ক্যাফে অন রক’-এ পারফর্ম করতে দেখা যাবে ধী-শিলাজিৎ, অনুপম-পিয়াকে ৷ সিচ্যুয়েশনাল কমেডি বা ‘সিট কম’-এ ১০ মিনিটের পর্বে দেখা যাবে তাঁদের সাক্ষাৎকার, যাঁদের কথা বলা বা শোনার মঞ্চ বিরল ৷ আর জে অয়ন্তিকা থাকবেন ‘মিটিং মাসি’ শো নিয়ে৷ ব্যঙ্গচ্ছলে পেশ করবেন সিরিয়াস ইস্যু ৷ ‘প্রেম গেম’ এগোবে নতুন প্রজন্মের মুক্ত সম্পর্কের আনাচেকানাচে অলিগলি ধরে ৷  দেখুন,  কোথায় দেখতে পাবেন ‘উরিবাবা’-কে  ৷
advertisement
আপাতত এই স্বাদবাহারে সাজানো ‘উরিবাবা’-র আয়োজন ৷ আস্তিনে লুকিয়ে রাখা বাকি তাস এখনও প্রকাশের অপেক্ষায় ৷ আপাতত ‘উরিবাবা’ দেখা যাচ্ছে তার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ও ফেসবুক পেজে ৷ কিছু দিনের মধ্যেই শুরু হবে নতুন পর্বের স্ট্রিমিং৷ পুজোর সময় আসছে এর অ্যাপ ৷ তবে সেটাও সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাবে ৷ অভিনেতা তথা ‘উরিবাবা’-র অন্যতম নেপথ্য কারিগর সৌরভের কথায়, ‘‘আমরা নিখরচায় মানুষের কাছে নতুন ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট পৌঁছ দিতে চাই ৷ যতটা সম্ভব, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনই আমাদের লক্ষ্য ৷ এখনও অবধি যা সাড়া পেয়েছি, তাতে আমরা আশাবাদী ৷ ওটিটি-দের সঙ্গে আমাদের কোনও সঙ্ঘাত বা প্রতিযোগিতা কোনওটাই নেই ৷ আমরা আমাদের মতো কাজ করতে চাই ৷ কাজ করার জন্য নতুন নতুন ছেলেমেয়েদের কাছে ডিজিটাল মঞ্চ পৌঁছে দিতে চাই৷’’
advertisement
এর আগে ‘কার্টুন’, ‘জাপানি টয়’, ‘ধানবাদ ব্লুজ, ‘শব্দজব্দ’-র মতো ওয়েবসিরিজ নেটদুনিয়াকে উপহার দিয়েছে ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন্স ৷ এদের মধ্যে একাধিক পুরস্কারে পুরস্কৃত ‘শব্দজব্দ’ তো বিশেষ প্রশংসিত ৷ সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারের টিজার দেখে স্বয়ং অমিতাভ বচ্চন তাঁর মুগ্ধতা ট্যুইট করেছিলেন ৷ নতুন কন্টেন্ট দিয়ে এ বার সকলকে বিস্ময়ে ‘উরিবাবা’ বলাতে বদ্ধপরিকর অমিত, সৌরভ এবং ঈশিতা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Digital Platform: ‘উরিবাবা!’ সিরিজ থেকে সিট কম, সম্পূর্ণ বিনামূল্যে হাজারো স্বাদ এ বার ডিজিটাল মঞ্চে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement