Urfi Javed Wedding|| বিয়ের পিঁড়িতে বসছেন উরফি জাভেদ? নয়া ভিডিও ঘিরে তুমুল জল্পনা, যা লিখলেন নায়িকা...

Last Updated:

Urfi Javed Wedding, Viral Video: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী উরফি জাভেদ? পাত্র কে? উরফি জাভেদের নয়া ভিডিও পোস্ট করার পরেই তা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ, সেখানে উরফি প্রথমবার নিজের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন।

উরফি জাভেদ।
উরফি জাভেদ।
#মুম্বই: অপেক্ষার কি অবসান? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী উরফি জাভেদ? পাত্র কে? উরফি জাভেদের নয়া ভিডিও পোস্ট করার পরেই তা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ, সেখানে উরফি প্রথমবার নিজের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন।
উরফি জাভেদকে কে না চেনেন? মাত্র কিছু দিনের মধ্যেই বিগ বস ওটিটি থেকে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন উরফি। ফ্যাশন সেন্সের জন্য উরফি প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন। এ ছাড়াও তিনি প্রায়শই তাঁর পোশাকের জন্য ট্রোলড হন। এ বারে উরফি সংবাদের শিরোনামে এসেছেন তাঁর বিয়ের প্রসঙ্গে কথা বলে। কী বলেছেন নায়িকা? কি রয়েছে ভিডিওতে?
advertisement
advertisement
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

advertisement
আরও পড়ুন: কত বয়সে 'পর্ন সাইটে' আপলোড হয়েছিল ছবি? সাক্ষাৎকারে ভেঙে পড়লেন উরফি জাভেদ...
ভিডিওতে দেখা গিয়েছে, একটি ইফতারে যোগ দিয়েছে উরফি জাভেদ। সেখানে রয়েছেন আরও অনেকেই। সকলেই খাওয়া-দাওয়া, গল্প করতে ব্যস্ত। উরফি অবশ্য সেই সময়ে ভিডিও শ্যুটকরে নিয়েছেন। সেখানে তাঁকে দেখা গিয়েছেন এইটি সালোয়ার কামিজে। এরপর সেই ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে চলছে আলি শেঠির গাওয়া 'চাঁদনি রাত' গানটি। উরফি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'আমি জানি না কেন আমি এই ভিডিও আপলোড করছি। কিন্তু এই গানটা আমার খুব প্রিয়। যারা এখনও আলি শেঠির চাঁদনি রাত শোনেননি, তাঁরা আমাকে পরে ধন্যবাদ জানাবেন। গানটা না চালালে, আমি বিয়েতেই বসব না।'... ক্যাপশনের পরেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক জল্পনা। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন উরফি? তবে কি এ বারে সাত পাকে বাঁধা পড়বেন। যদিও সে সব প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি।
advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

প্রসঙ্গত, উরফি জাভেদ বর্তমানে বিতর্কের আরেক নাম। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন উরফি জাভেদ। তবে এই সব কিছুর থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে উরফি জাভেদের পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। আর সেই পোশাক নিয়ে শুরু হয়ে যায় তুমুল চর্চা। কখনও তাঁকে দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, কখনও খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন আবার কখনও শুধুই গলায় চেনের মালা পরে বেরিয়ে পড়েন নায়িকা। আর তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Wedding|| বিয়ের পিঁড়িতে বসছেন উরফি জাভেদ? নয়া ভিডিও ঘিরে তুমুল জল্পনা, যা লিখলেন নায়িকা...
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement