Urfi Javed Viral Video|| বিকিনি পরে ফুল নিতে গাছে উঠেছিলেন, নামার সময়ে কী কাণ্ড ঘটল? উরফির কাণ্ড তুমুল ভাইরাল...

Last Updated:

Urfi Javed Viral Video: বিকিনিতে কাউকে গাছে উঠে ফুল পাড়তে তো আর সহজে দেখা যায় না! তাই স্বাভাবিকভাবেই সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই লক্ষাধিক নেটিজেন ভিডিওটি দেখেছেন। ইমোজি, কমেন্টে ভরেছে কমেন্ট বক্স।

উরফি জাভেদ।
উরফি জাভেদ।
#মুম্বই: বোল্ড ফ্যাশনের আউটফিটে কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed) খুব ভাল করে জানেন। নানা ধরণের পোশাক এবং কার্যকলাপের জন্য উরফি জাভেদ নিত্যদিন আলোচিত এবং সমালোচিত হন। কিন্তু তারপরেও দমে যাওয়ার পাত্রী তিনি নন। বরং কোনও সমালোচনাকেই গায়ে মাখেন না।
কখনও উন্মুক্ত শরীরে শুধুই একগোছা চেন গলায় ঝুলিয়ে বাইরে বেরিয়ে পড়েন নির্দ্বিধায়, আবার কখনও ব্লাউজ ছাড়াই শাড়ি পড়ে নেন। কখনও বা এমন পোশাক পরেন, যা নাচতে গিয়ে খুলে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। তা নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। সমালোচনার ঝড় তলেন নেটিজেনরা। কিন্তু উরফির (Urfi Javed) কোনও কিছুতেই যায়ে আসে না। বরং তিনি নিজের মতো করে নিত্যদিন সংবাদের শিরোনামে জায়গা করে নেন। মানুশকে বাধ্য অরেন তাঁকে নিয়ে আলোচনা করতে।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

advertisement
এ বারে কালো বিকিনিতে উরফি উঠেছিলেন ফুল পাড়তে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, গাছের কাছাকাছি যাতে পৌঁছতে পারেন, তাই একটি বেদিতে উঠেছিলেন তিনি। যেন প্রায় গাছেই উঠে পড়েছেন। এরপর ফুল চিঁড়ে নামার সময়ে একপ্রকার পড়েই যাচ্ছিলেন হোঁচট খেয়ে। যদিও কোনওমতে নিজেকে সেইসময়ে সামলে নেন উরফি। তারপর মাথায় সেই ফুল গুঁজে ক্যামেরার সামনে নানাভাবে পোজ দেন। এমনভাবে বিকিনিতে কাউকে গাছে উঠে ফুল পাড়তে তো আর সহজে দেখা যায় না! তাই স্বাভাবিকভাবেই সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই লক্ষাধিক নেটিজেন ভিডিওটি দেখেছেন। ইমোজি, কমেন্টে ভরেছে কমেন্ট বক্স।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Viral Video|| বিকিনি পরে ফুল নিতে গাছে উঠেছিলেন, নামার সময়ে কী কাণ্ড ঘটল? উরফির কাণ্ড তুমুল ভাইরাল...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement