Urfi Javed: এ আবার কেমন 'প্রজাপতি', রেড কার্পেটে উরফির উদ্ভট চমকে ছিঃ ছিক্কার নেটপাড়ায়

Last Updated:

Urfi Javed: প্রজাপতি-থিমযুক্ত পোশাক পরে রেড কার্পেটে হাঁটলেন উরফি জাভদ৷ ফ্যাশন কুইনের এই বোল্ড অবতার দেখেই নেটিজেনরা নির্মমভাবে ট্রোল করেছেন।

এ আবার কেমন 'প্রজাপতি', রেড কার্পেটে উরফির উদ্ভট চমকে ছিঃ ছিক্কার নেটপাড়ায়
এ আবার কেমন 'প্রজাপতি', রেড কার্পেটে উরফির উদ্ভট চমকে ছিঃ ছিক্কার নেটপাড়ায়
মুম্বই: বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ তাকে নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ এবার মুম্বইয়ের এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সকলের অ্যাটেনশন কেড়ে নিলেন ফ্যাশনিস্তা৷ প্রজাপতি-থিমযুক্ত পোশাক পরে রেড কার্পেটে হাঁটলেন উরফি জাভদ৷ ফ্যাশন কুইনের এই বোল্ড অবতার দেখেই নেটিজেনরা নির্মমভাবে ট্রোল করেছেন।
সম্প্রতি উদ্ভট পোশাক পরে রেড কার্পেটে হাজির হয়েছেন উরফি জাভেদ৷ মুহূর্তের মধ্যে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন ফ্যাশনিস্তা৷ হালকা গোলাপি রঙের প্রজাপতি ডিজাইনের পোশাক পরে অনুষ্ঠানে এসেই শিরোনামে উঠে এসেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই হামেশাই তার নানা কীর্তি চোখে পড়ে৷ কখনও রাস্তায় তো,কখনও আবার ব়্যাম্পে সবেতেই তার পোশাক আলোচনার বিষয় থাকে৷ ঝড়ের গতিতে উরফির এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না।
advertisement
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন।
এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: এ আবার কেমন 'প্রজাপতি', রেড কার্পেটে উরফির উদ্ভট চমকে ছিঃ ছিক্কার নেটপাড়ায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement