মুম্বই: বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ তাকে নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ এবার মুম্বইয়ের এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সকলের অ্যাটেনশন কেড়ে নিলেন ফ্যাশনিস্তা৷ প্রজাপতি-থিমযুক্ত পোশাক পরে রেড কার্পেটে হাঁটলেন উরফি জাভদ৷ ফ্যাশন কুইনের এই বোল্ড অবতার দেখেই নেটিজেনরা নির্মমভাবে ট্রোল করেছেন।
সম্প্রতি উদ্ভট পোশাক পরে রেড কার্পেটে হাজির হয়েছেন উরফি জাভেদ৷ মুহূর্তের মধ্যে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন ফ্যাশনিস্তা৷ হালকা গোলাপি রঙের প্রজাপতি ডিজাইনের পোশাক পরে অনুষ্ঠানে এসেই শিরোনামে উঠে এসেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই হামেশাই তার নানা কীর্তি চোখে পড়ে৷ কখনও রাস্তায় তো,কখনও আবার ব়্যাম্পে সবেতেই তার পোশাক আলোচনার বিষয় থাকে৷ ঝড়ের গতিতে উরফির এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
View this post on Instagram
আরও পড়ুন-পরা যাবে না ‘অন্তর্বাস’, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হিমশিম অবস্থা প্রিয়াঙ্কার, তারপর…
আরও পড়ুন-‘প্লাস্টিক সার্জারি’ করেই কি এই ভোলবদল? আসল রহস্য ফাঁস হতেই নুসরতকে নিয়ে তোলপাড়
বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না।
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন।
এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TV Actress, Urfi javed, Viral Video