Urfi Javed Viral Video: শরীরে জড়িয়ে সুতো, নাকে নথ! হাত দিয়ে স্তন ঢাকলেন উর্ফি! প্রকাশ পেল ভিডিও

Last Updated:

এবার সেই উর্ফি জাভেদ এলেন শরীরে সুতো জড়িয়ে৷ আর স্তন ঢাকলেন নিজের হাতে৷ কারণ সুতোতে ঢাকা গেল না পুরো শরীর৷

#মুম্বই: আবার তিনি এলেন নতুন পোশাকে৷ তবে এক্ষেত্রে পোশাকহীন বলাই ভাল৷ কারণ গায়ে সুতো জড়ানো ছিল তার৷ এই কাজ একমাত্র করতে পারেন উর্ফি জাভেদ৷ কারণ তিনি এই মুহূর্তে মুম্বইয়ের অন্যতম চর্চির মডেল-অভিনেত্রী৷ অভিনয়ে সেভাবে তাকে দেখা যায় না ঠিকই কিন্তু নিত্য নতুন পোশাক পরে তিনি সকলকে চমকে দেন৷
আর চমকে দেওয়ার মত পোশাক পরেন তিনি৷ কখনও কাঁচের পোশাক, কখনও শিকল জড়িয়ে শরীরে তিনি আসেন জনসমক্ষে৷ এটাই উর্ফি জাভেদের ইউএসপি! অনেক ট্রোল হয়েও তিনি সমানভাবে সাহসী৷ ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রচুর৷ তারা যেমন উর্ফিকে গালমন্দ করেন, তেমন অনেকেই রয়েছেন যারা উর্ফির ভক্ত!
advertisement
advertisement
এবার সেই উর্ফি জাভেদ এলেন শরীরে সুতো জড়িয়ে৷ আর স্তন ঢাকলেন নিজের হাতে৷ কারণ সুতোতে ঢাকা গেল না পুরো শরীর৷ সবুজ রঙের সুতো দিয়ে সারা শরীর পেঁচিয়ে দিলেন উর্ফি৷ তবে গলায় থাকল চওড়া হার, সঙ্গে নাকে নথ! মাথায় খোঁপা করে দিলেন গোলাপ ফুল৷ সুন্দর করে সাজলেন৷ এটাই তার সাজ! এমন সাজ দিয়ে আবার সকলকে অবার করলেও, ৪-৫ ঘণ্টায় লাইকের বন্যা বয়ে গেল৷ ১ লক্ষের উপর পড়ল লাইক! অর্থাৎ সাজ যেমনই হোক, উর্ফি আবার প্রমাণ করলেন যে তিনি হিট!
advertisement
আরও পড়ুন Urfi Javed Viral: স্তনযুগলের উপর শিকলের চাপ! ক্ষতবিক্ষত হল Urfi-র শরীর! প্রকাশ্যে এল ছবি
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উর্ফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Viral Video: শরীরে জড়িয়ে সুতো, নাকে নথ! হাত দিয়ে স্তন ঢাকলেন উর্ফি! প্রকাশ পেল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement