#মুম্বই: আবার তিনি এলেন নতুন পোশাকে৷ তবে এক্ষেত্রে পোশাকহীন বলাই ভাল৷ কারণ গায়ে সুতো জড়ানো ছিল তার৷ এই কাজ একমাত্র করতে পারেন উর্ফি জাভেদ৷ কারণ তিনি এই মুহূর্তে মুম্বইয়ের অন্যতম চর্চির মডেল-অভিনেত্রী৷ অভিনয়ে সেভাবে তাকে দেখা যায় না ঠিকই কিন্তু নিত্য নতুন পোশাক পরে তিনি সকলকে চমকে দেন৷
আর চমকে দেওয়ার মত পোশাক পরেন তিনি৷ কখনও কাঁচের পোশাক, কখনও শিকল জড়িয়ে শরীরে তিনি আসেন জনসমক্ষে৷ এটাই উর্ফি জাভেদের ইউএসপি! অনেক ট্রোল হয়েও তিনি সমানভাবে সাহসী৷ ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রচুর৷ তারা যেমন উর্ফিকে গালমন্দ করেন, তেমন অনেকেই রয়েছেন যারা উর্ফির ভক্ত!
এবার সেই উর্ফি জাভেদ এলেন শরীরে সুতো জড়িয়ে৷ আর স্তন ঢাকলেন নিজের হাতে৷ কারণ সুতোতে ঢাকা গেল না পুরো শরীর৷ সবুজ রঙের সুতো দিয়ে সারা শরীর পেঁচিয়ে দিলেন উর্ফি৷ তবে গলায় থাকল চওড়া হার, সঙ্গে নাকে নথ! মাথায় খোঁপা করে দিলেন গোলাপ ফুল৷ সুন্দর করে সাজলেন৷ এটাই তার সাজ! এমন সাজ দিয়ে আবার সকলকে অবার করলেও, ৪-৫ ঘণ্টায় লাইকের বন্যা বয়ে গেল৷ ১ লক্ষের উপর পড়ল লাইক! অর্থাৎ সাজ যেমনই হোক, উর্ফি আবার প্রমাণ করলেন যে তিনি হিট!
আরও পড়ুন Urfi Javed Viral: স্তনযুগলের উপর শিকলের চাপ! ক্ষতবিক্ষত হল Urfi-র শরীর! প্রকাশ্যে এল ছবি
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উর্ফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Urfi javed, Urfi javed video