Urfi Javed breaks Silence: আদৌ কি মুম্বই পুলিশ ধরেছে উরফিকে? নিজের ‘গ্রেফতারি’ নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Urfi Javed breaks Silence: মুম্বই পুলিশের তরফে এই বক্তব্য আসার পরেই মুখ খুলেছেন খোদ উরফি
মুম্বই: হামেশাই খোলামেলা সাহসী পোশাক পরে দেখা যায় অভিনেত্রী উরফি জাভেদকে। এর জন্য বহু বার বিতর্ক তৈরি হয়েছে। তবে গত শুক্রবার সকালের একটি ঘটনায় সকলেই তাজ্জব হয়ে গিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা গিয়েছিল যে, অভিনেত্রী উরফি জাভেদকে ‘গ্রেফতার’ করে গাড়িতে তুলছেন দুই মহিলা পুলিশকর্মী। তবে বহু নেটিজেন বলেন, এটা আসলে একটা প্র্যাঙ্ক কিংবা স্টান্ট! মুম্বই পুলিশও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে যাঁদের পুলিশকর্মী হিসেবে দেখা যাচ্ছে, তাঁরা আদতে পুলিশকর্মী নন। এখানেই শেষ নয়, উরফির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
মুম্বই পুলিশের তরফে এই বক্তব্য আসার পরেই মুখ খুলেছেন খোদ উরফি। নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন যে, তিনি মুম্বই পুলিশের হাতে নয়, বরং ‘ফ্যাশন পুলিশ’-এর হাতে গ্রেফতার হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করছেন উরফি। সেখানে গারদের পিছনে ভিন্ন ভিন্ন পোশাকে আর সাজে ধরা দিতে দেখা গিয়েছে। ভিডিও-র ক্যাপশনে উরফি লিখেছেন, “আমার দুর্দান্ত ফ্যাশন গেমের জন্য ফ্যাশন পুলিশ আমাকে গ্রেফতার করেছে। কিন্তু কোনও কিছুই আমায় রুখতে পারবে না! @Freakinsindia-র সঙ্গে জোট বেঁধে নিজের কালেকশন FREAKIN’ UORFICATION লঞ্চ করার কথা ঘোষণা করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।”
advertisement
এখানেই শেষ নয়, স্টোরিতে নিজের ‘গ্রেফতারি’-র আরও একটি ছবি শেয়ার করে উরফি লেখেন, “ফ্যাশন পুলিশের হাতে গ্রেফতার। বন্ধুরা এটা একটা শ্যুটের ক্যাম্পেন।”
advertisement
ইতিমধ্যেই একটা বিবৃতি জারি করেছে মুম্বই পুলিশও। এক্স (পূর্বে ট্যুইটার) হ্যান্ডলে তারা জানিয়েছে যে, “সস্তার প্রচারের জন্য কেউ জমি আইন লঙ্ঘন করতে পারেন না! অশ্লীলতার একটি মামলায় মুম্বই পুলিশ দ্বারা একজন মহিলার গ্রেফতারির একটি ভাইরাল ভিডিও সত্য নয় – চিহ্ন এবং ইউনিফর্ম অপব্যবহার করা হয়েছে।”
advertisement
advertisement
মুম্বই পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, “ওই বিভ্রান্তিকর ভিডিও-র সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ১৭১, ৪১৯, ৫০০, ৩৪ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যদিও তদন্ত চলছে। তবে ওই ভুয়ো ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।”
এটাই প্রথম নয়। এর আগেও বিপাকে পড়েছেন উরভি জাভেদ। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মাসেই বান্দ্রা থানায় ফ্যাশন চয়েসের জন্য উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 9:04 PM IST