Ukranian singer Uma Shanti : মঞ্চ থেকে ছুড়লেন ভারতের জাতীয় পতাকা! বিপাকে ইউক্রেনিয়ান গায়িকা ঊমা শান্তি, পুলিশে মামলা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ukranian singer Uma Shanti : ‘শান্তি পিপল’ নামে এক মিউজিক্যাল ব্যান্ডের গায়িকা তিনি। ইলেকট্রনিক ডান্স মিউজিকের সঙ্গে বৈদিক মন্ত্রের মিশেলে পারফর্ম করেন তাঁরা।
পুণে: ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে আটক হলেন ইউক্রেনিয়ার গায়িকা। পুণেতে অনুষ্ঠানের সময়ে এই ঘটনা ঘটেছে, মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ। ‘শান্তি পিপল’ নামে এক মিউজিক্যাল ব্যান্ডের গায়িকা তিনি। ইলেকট্রনিক ডান্স মিউজিকের সঙ্গে বৈদিক মন্ত্রের মিশেলে পারফর্ম করেন তাঁরা।
মুনধাওয়া পুলিশের সূত্রে জানা যায়, গত ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি রেস্তরাঁ কাম বারে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানেই ব্যান্ডের পারফরম্যান্স হয়। গায়িকা, ঊমা শান্তির হাতে ছিল জাতীয় পতাকা। গানের সময়ে আচমকাই দর্শকদের দিকে জাতীয় পতাকা ছুড়ে দেন।
advertisement
মুনধাওয়া থানার এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘ঊমা শান্তি এবং অনুষ্ঠানের আয়োজক কার্তিক মোরের বিরুদ্ধে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন এবং মহারাষ্ট্র পুলিশ আইনের (প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনর অ্যাক্ট অ্যান্ড দ্য মহারাষ্ট্র পুলিশ অ্যাক্ট) অধীনে মামলা করা হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: গোপন মেসেজ এবার চোখের আড়ালে! WhatsApp-এ পড়বে তালা, নতুন ফিচারে দারুণ উপকার! জানুন কীভাবে
আর এক আধিকারিক জানালেন, ইতিমধ্যেই ঊমা শান্তি এবং কার্তিক মোরের নামে নোটিস জারি করা হয়েছে, যেখানে তাঁদের দু’জনকেই ঘটনার তদন্তে যোগ দিতে বলা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 3:49 PM IST