অনলাইনে ‘উড়তা পঞ্জাব’ দেখলে, হতে পারে জেল !

Last Updated:

আদালতের রায়ে মুক্ত ‘উড়তা পঞ্জাব’ ৷ সিবিএফসি ও পহেলাজ নিহালনির তোলা সমস্ত বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে নিশ্চিন্তে বক্স অফিসে এন্ট্রি নিতে চলেছে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ৷

#মুম্বই: আদালতের রায়ে মুক্ত ‘উড়তা পঞ্জাব’ ৷ সিবিএফসি ও পহেলাজ নিহালনির তোলা সমস্ত বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে নিশ্চিন্তে বক্স অফিসে এন্ট্রি নিতে চলেছে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ৷ কিন্তু শেষ হয়েও যেন শেষ হল না এই ছবি নিয়ে বিতর্ক ৷
‘উড়তা পঞ্জাব’ নতুন বিতর্কের মুখে পড়ল বুধবার ছবিরটি ইন্টারনেটে লিক হওয়ার পর ৷ ইন্টারনেটে টরেন্ট সাইটে ‘উড়তা পঞ্জাব’ আসার পর থেকেই বিতর্ক উঠল তুঙ্গে ৷
ইন্টারনেটে ছবিটি ফাঁস হয়েছে খবর পেয়ে অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও দায়ের করে ৷ টরেন্ট থেকে ছবিটি তুলে নেওয়ার চেষ্টাও চলছে ৷
advertisement
এরই মাঝে ‘উড়তা পঞ্জাব’ টিম দর্শকদের অনুরোধ করেছেন ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড না করে সিনেমা হলে গিয়েই দেখতে ৷ শাহিদ জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অবশ্যই ৷ কিন্তু আমি দর্শকদের অনুরোধ করব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করুন৷’ সঙ্গে শাহিদ জানিয়েছেন, ‘একটা ছবি তৈরি করতে খুবই পরিশ্রম লাগে ৷ তাই এই ছবি দয়া করে সিনেমা হলেই দেখুন ৷ ’
advertisement
সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এমনকী, কম্পিউটারের আইপি ট্র্যাক করার ব্যবস্থা নিচ্ছেন সাইবার সেল ৷ সঙ্গে জানানো হয়েছে, আইপি অ্যাডরেস ট্র্যাক করে যদি কেউ ধরা পড়ে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ সাইবার সেলের আইন মোতাবেক, ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে !
সোমবার মুম্বই হাইকোর্টে চূড়ান্ত রায়ে এরকমই আশ্বাস পেলেন ‘উড়তা পঞ্জাব’ টিম ৷ ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে সিবিএফসি-র চেয়ারম্যান পহেলাজ নিহালনি-র প্রায় সমস্ত বিতর্ক ও মন্তব্যকে খারিজ করে সোমবার মুম্বই হাইকোর্ট স্পষ্টই জানিয়েদিল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’ এদিন ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট ৷ ’
advertisement
তবে সিবিএফসি-র তরফ থেকে পহেলাজ নিহালনি যে ৮৯ কাটের কথা বলেছিলেন, তার মধ্যে একটি মাত্রই কাটকেই সবুজ সংকেত দেখিয়েছে হাইকোর্ট ৷ ছবির একচি দৃশ্যে স্টেজের ওপর শাহিদকে প্রস্রাব করতে দেখানো হয়েছে ৷ সেই দৃশ্যকেই বাদ দিতে বলা হয়েছে হাইকোর্টের রায়ে ৷ এছাড়া, সিনেমার শুরুতে ব্যবহার হওয়া বিবৃতিকে নতুন করে লেখার কথাও জানিয়েছে মুম্বই হাইকোর্ট ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনলাইনে ‘উড়তা পঞ্জাব’ দেখলে, হতে পারে জেল !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement