‘উড়তা পঞ্জাব’ রিভিউ : আলিয়া, করিনা, শাহিদ, দিলজিতের সেরা উড়ান !

Last Updated:

পহেলাজ নিহালনি আর অনুরাগ কাশ্যপের বচসায় ‘উড়তা পঞ্জাব’ যে প্রোমোশনটা পেয়েছে, এ যাবৎ কোনও ছবি এভাবে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে কিনা তা নিয়ে সত্যিই প্রশ্ন ওঠে ৷

#কলকাতা: পহেলাজ নিহালনি আর অনুরাগ কাশ্যপের বচসায় ‘উড়তা পঞ্জাব’ যে প্রোমোশনটা পেয়েছে, এ যাবৎ কোনও ছবি এভাবে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে কিনা তা নিয়ে সত্যিই প্রশ্ন ওঠে ৷ তবে বচসা যদি নাও হত, তাহলেও কি ছবি নিয়ে দর্শকদের মধ্যে উৎকণ্ঠা থাকত না !
ছবির শুরুতেই পরিচালক অভিষেক চৌবে এই জবাবটা দিয়ে দিয়েছেন একেবারে সিনেমার কায়দায় ৷ প্রথম দৃশ্যতেই ছবির গোটা আবহকে একটি ফ্রেমে ধরে ফেলে অভিষেক করেছেন বাজিমাত ! এরকম শুরু, এ যাবৎ কোনও বলিউড ছবিতে দেখা যায়নি ৷ পঞ্জাবের গা ঘেঁষে ইন্দো-পাকিস্তান বর্ডার ৷ আর এক প্যাকেট হেরোইন এসে ছিটকে পড়া !
advertisement
অভিষেক চৌবে প্রত্যেকটি ফ্রেমে, চিত্রনাট্যের প্রত্যেকটি অংশে প্রমাণ করেছেন তাঁর হাতে-খড়ির মাস্টার বিশাল ভরদ্বাজ ৷ বিশালকে পাশে রেখে ‘ইশকিয়া’ থেকে ‘দেড় ইশকিয়া’ ৷ গল্প বলার কায়দাটা যে ভালোভাবেই আয়ত্তে এনেছেন বিশাল, তা বোঝা গিয়েছে ‘উড়তা পঞ্জাব’-এর গল্প বলার কায়দাতেই ৷ যার সঙ্গে মিশেছে, অনুরাগ কাশ্যপের কড়া নজর ৷
advertisement
একটু খেয়াল করলে দেখা যায়, অনুরাগের প্রায় সব ছবিতেই মাদকের রেফারেন্স তো রয়েইছে ৷ আর সেই রেফারেন্স গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই ৷ তবে অনুরাগের প্রযোজনায় অভিষেক চৌবের ‘উড়তা পঞ্জাব’-এর একটাই বিষয় মাদকাসক্ত পঞ্জাব !
advertisement
গল্পটা চার প্লটে ভাগ করা যায় ৷ বিষয়গত দিক এক হলেও, চার গল্পের মধ্যে কোনও যোগসূত্র রাখার চেষ্টা করেননি অভিষেক চৌবে ৷ বরং দুটো প্লটে মাদকাসক্ত দু’জনের গল্প, আর দুটো প্লটে মাদকের বিরুদ্ধে দু’জনের লড়াইয়ের গল্প বলেছেন অভিষেক ৷
পিঙ্কি (আলিয়া ভাট) বিহারি হকি খেলোড়ায়ের চরিত্রে অভিনয় করেছেন, যে মাদকের পাচারে জড়িয়ে পড়ে ৷ অন্যদিকে টমি (শাহিদ কাপুর) ইয়ুথ আইকন রকস্টার ! যে কোকেন বা হেরোইন না নিলে গানই বাঁধতে পারেন না ! অপরদিকে রয়েছেন ডাক্তার প্রীত (করিনা কাপুর) ও পুলিশের অফিসার সরতাজ (দিলজিৎ সিং) ৷ ডাক্তার প্রীত অ্যান্টি ড্রাগ প্রকল্পের সঙ্গে যুক্ত, আর পুলিশ অফিসার সরতাজ পঞ্জাব থেকে দূর করতে যায় মাদককে ৷ কারণ তার ভাই ভুক্তভুগি !
advertisement
সবার কাছে অবগত পঞ্জাবের সবচেয়ে বড় সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন পরিচালক অভিষেক চৌবে ৷ আর তার জন্য কল্পিত এক গল্পও লিখেছেন তিনি ৷ ‘উড়তা পঞ্জাব’-এর সবচেয়ে শক্তিশালি খুঁটিই হল ছবির চিত্রনাট্য ও গল্প বলার কায়দা ৷ যার উপর দাঁড়িয়ে অসাধারণ অভিনয় করে গিয়েছেন ছবির চার মাস্টার আলিয়া, করিনা, দিলজিৎ ও শাহিদ ! বরং গোটা ছবিতে শাহিদই ছিলেন অন্য তিনের থেকে একটু দুর্বল !
advertisement
‘উড়তা পঞ্জাব’ ছবিতে আলিয়া ভাটকে হতবাক হয়ে দেখতে হয় ৷ ক্যামেরা চললে, বাস্তবের মিষ্টি আলিয়া, যে অন্যরকম হয়ে যায় তা ফের প্রমাণ করলেন তিনি ৷ বিহারি পিঙ্কিকে একেবারে নিজের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছিলেন আলিয়া, তা সংলাপে গালিগালাজ উচ্চারণের মধ্যে দিয়েও বার বার প্রকাশ পেয়েছে ৷ এরপরেই যার নাম করতে হয় তিনি হলেন পঞ্জাবী অভিনেতা দিলজিৎ সিং, অল্প কথায় বলা যায়, দিলজিৎকে বলিউডের বেশ প্রয়োজন ৷ করিনা কাপুর খান ফের প্রমাণ করলেন, ‘জব উই মেট’-এর গীত হয়েও, পঞ্জাবী প্রীতও তিনি হতে পারেন ৷ তাঁর অভিনয় এখনও এতটাই পরিমিত ৷ রকস্টারের চরিত্রে শাহিদ কাপুর একেবারে যথাযথ ৷
advertisement
‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে বিতর্ক উঠেছিল ৷ বিতর্ক ছিল ছবির বিষয় নিয়েও ৷ কিন্তু ছবি দেখে এটা স্পষ্টই বলা যায়, এই ছবি না তৈরি হলে বলিউড আরও একটি ভালো ছবি উপহার পেত না ৷ তাই ‘উড়তা পঞ্জাব’ ছবিকে মাস্ট ওয়াচের ঘরানাতেই ফেলা উচিত ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ রিভিউ : আলিয়া, করিনা, শাহিদ, দিলজিতের সেরা উড়ান !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement