‘উড়তা পঞ্জাব’- নিয়ে হাইকোর্টে অনুরাগের আবেদন খারিজ

Last Updated:

বিতর্ক তুঙ্গে ৷ অনুরাগ কাশ্যপ প্রযোজিত শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ এবার নতুন বিপাকে ৷ ছবি মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তাহ আগেই হাইকোর্টকেও পাশে পেল না ‘উড়তা পঞ্জাব’ ৷

#মুম্বই: বিতর্ক তুঙ্গে ৷ অনুরাগ কাশ্যপ প্রযোজিত শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ এবার নতুন বিপাকে ৷ ছবি মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তাহ আগেই হাইকোর্ট খারিজ করল অনুরাগ কাশ্যপের আবেদন ৷ সেন্সর বোর্ডের ৮৯ কাট নিয়ে স্থগিতাদেশ চেয়ে  মুম্বই হাইকোর্টে আবেদন করেছিল ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ বৃহস্পতিবার সেই আবেদনকেই খারিজ করল মুম্বই হাইকোর্ট ৷ তবে ফের শুনানি হবে কাল ৷
বৃহস্পতিবার অনুরাগ কাশ্যপের আবেদন খারিজ করল মুম্বই হাইকোর্ট ৷ সেন্সর বোর্ডের তরফ থেকে ছবিতে ৮৯ কাট নিয়ে কোনও ধরণের নির্দেশ দিতে আপত্তি জানাল হাইকোর্ট ৷ পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতিদের, সিবিএফসি-র ব্যক্তিগত আক্রোশ নেই ৷ তারা তাদের দায়িত্ব পালন করেছে ৷ প্রয়োজনে অ্যাপেলট ট্রাইব্যুনালে যেতে পারে ‘উড়তা পঞ্জাব’-টিম ৷
‘উড়তা পঞ্জাব’ ছবির বিতর্ক মূলত শুরু হয় ছবির নামে ‘পঞ্জাব’ শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে ৷ আপত্তি ওঠে ছবির গল্পের প্রেক্ষাপট পঞ্জাব ও মাদক আসক্তি নিয়েও ৷ এমনকী, সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ছবির বেশ কিছু সংলাপে, দৃশ্যে পঞ্জাবস রাজনীতি ব্যবহার করাতেও আপত্তি জানিয়েছেন ৷ ছবির কয়েকটি গানের কথা নিয়েই আপত্তি তুলেছেন নিহালনি ৷
advertisement
advertisement
বুধবার এই বিতর্ক ঘিরে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করে বলিউডের তাবড়রা ৷ সাংবাদিক বৈঠকে সেন্সর বোর্ডের আচরণকে সমালোচনা করে পরিচালক মহেশ ভাট বলে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে আমি পরিচালকের কাজের প্রশংসা করছি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা চলতে পারে না৷’
‘উড়তা পঞ্জাব’ ইস্যু নিয়ে এখন একজোট বলিউড ৷ বুধবারের বৈঠকে পরিচালক জোয়া আখতার বলেন, ‘সেন্সর বোর্ড স্কুল প্রিন্সিপালের মত করছে ৷ যতই বাধা আসুক সিনেমা মুক্তি পাবেই ৷ ইন্টারনেটেও দর্শক দেখতে পাবে ৷ ’
advertisement
শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷
advertisement
বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’- নিয়ে হাইকোর্টে অনুরাগের আবেদন খারিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement