‘উড়তা পঞ্জাব’ থেকে কী কী বাদ দিতে চাইছেন পহেলাজ ? দেখে নিন

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ নানা বচসায় সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ও ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ সঙ্গে গোটা বলিউড সেন্সর বোর্ডের সমালোচনায় সরগরম ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ নানা বচসায় সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ও ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ সঙ্গে গোটা বলিউড সেন্সর বোর্ডের সমালোচনায় সরগরম ৷
বুধবার সেন্সর বোর্ডের সমালোচনা করে বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল অনুরাগ কাশ্যপ ও মহেশ ভাটেরা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় পরিচালকেরা ৷ সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনির ‘পঞ্জাব’ মন্তব্য নিয়ে সমলোচনার ঝড় তোলে অমিতাভ বচ্চন থেকে করণ জোহর, জোয়া আখতারও ৷ অনেকে ‘উড়তা পঞ্জাব’-এর হাত ধরে পঞ্জাবের রাজনীতিকেও টেনে আনার কথা বলছেন ৷
advertisement
তবে নতুন বিতর্ক ছবিতে পহেলাজ নিহালনি চেয়েছেন ৮৯ কাটস ৷ আর তা নিয়ে ফের খবরের শিরোনামে শাহিদ-করিনা-আলিয়া-র ছবি ‘উড়তা পঞ্জাব’ ! আসুন দেখে নেওয়া যাক, ছবির ঠিক কোন কোন বিষয়ে আপত্তি তুলেছেন পহেলাজ নিহালনি !
advertisement
১) ছবির শুরুতে দেখানো বোর্ড অফ পঞ্জাব সরাতে হবে ৷
২) পঞ্জাব, জলন্ধর, চণ্ডীগড়, অমৃতসর, তারানতারান, জশনপুরা, আম্বেসর, লুধিয়ানা, এবং মোগাকে প্রেক্ষাপট ও সংলাপ থেকে সরাতে হবে ৷
advertisement
৩) ছবির প্রথম গান থেকে ‘চিতভে’ ও হা*রা*মি সরাতে হবে ৷
৪) দ্বিতীয় গান থেকে B****c**d, B****c**d*, B**d, T*tt*, G**d**, G**d*, l**d*, h***mz**d*, m*****c**d, chusa hua aam, k*tt*, m**yove, kudi c**d*, l*ll*, g*sht* সরাতে হবে ৷
৫) ‘ইলেকশন’, ‘এমপি’, ‘পার্টি ওয়ার্কার’, ‘এমএলএ’, ‘পঞ্জাব’, ‘পার্লামেন্ট’ শব্দ বাতিল করতে হবে ৷
৬) জনতার সামনে টমি ওরফে শাহিদ কাপুরের প্রসাব করার দৃশ্য বাতিল করতে হবে ৷
advertisement
৭) ক্লোজ দৃশ্যে ড্রাগ নেওয়ার দৃশ্য বাতিল করতে হবে ৷
৮) কুকুরের নাম ‘জ্যাকি চেইন’ বাদ দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব’ থেকে কী কী বাদ দিতে চাইছেন পহেলাজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement