দুই অভিনেতাকে অপহরণ ! নগ্ন করে চালানো হল নির্মম অত্যাচার
Last Updated:
দুই অভিনেতাকে অপহরণ ! নগ্ন করে চালানো হল নির্মম অত্যাচার
#লস এঞ্জেলস: হলিউডের দুই অভিনেতাকে অপহরণ করল দুষ্কৃতীরা। তাঁদের নগ্ন করে চালানো হল নির্মম অত্যাচার । ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে লস এঞ্জেলস পুলিশ।
'হ্যালোইন রেসারেকশন' ছবির দুই অভিনেতা-- ডেইজি ম্যাকক্র্যাকিন এবং জোসেফ ক্যাপোন-কে অপহরণ করে টানা ৩ দিন শারীরিক অত্যাচার করা হয়। জানা গিয়েছে, গত ৩ মে লস এঞ্জেলসে ডেইজির বাসভবন থেকে তাঁকে এবং ক্যাপোনকে অপহরণ করে ৩ দুষ্কৃতী।
তাঁদের মাথায় পিস্তল তাক করে অপহরণ করা হয়। মাথায় কালো হুড পরিয়ে কম্পটন এলাকা একটি বাড়িতে নিয়ে যায়। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনের নাম কিথ আন্দ্রে স্টুয়ার্ট, জন্টি জোন্স ও অ্যাম্বার নিল। আদালতে পেশ করা নথি অনুযায়ী, ক্যাপোনকে নগ্ন করে টানা ৩০ ঘণ্টা অভুক্ত অবস্থায় বাথটাবে বসিয়ে রাখা হয়।
advertisement
advertisement
দুষ্কৃতীরা ডেইজির থেকে দাবি করে ১০,০০০ ডলার মুক্তিপণ। তাঁকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে ওই পরিমাণ অর্থের চেকে সই করানো হয়। পরের দিন ডেইজিকে গাড়িতে করে তাঁর বাড়িতে নিয়ে যান দুষ্কৃতীরা। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।
ধৃত তিনজনের বিরুদ্ধে অপহরণ, শারীরিক নিগ্রহ সহ মোট ১৭টি ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। গোটা ঘটনাটি এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পরে। তিনি সেটি ট্যুইটারে পোস্ট করলে সেখান থেকে ভাইরাল হয়।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2018 3:35 PM IST