প্রতিবেশী হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় হৃতিকের একটি ছবি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন টুইঙ্কল ৷

মুম্বই: পড়শি হৃতিককে নিয়ে উচ্ছ্বসিত টুইঙ্কল খন্না  ৷ করোনা পরিস্থিতিতে ত্রাণপর্বে হৃতিকে ভূমিকায় পঞ্চমুখ অক্ষয়-ঘরনি ৷ সোশ্যাল মিডিয়ায় হৃতিকের একটি ছবি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন টুইঙ্কল  ৷ লিখেছেন, সব সীমাবদ্ধতা অতিক্রম করে এই অতিমারি পরিস্থিতিতে প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন হৃতিক  ৷ তবে তিনি কীভাবে, কতটা সাহায্য করেছেন সে কথা অবশ্য উল্লেখ করেননি টুইঙ্কল ৷  প্রসঙ্গত,  মুম্বইয়ের জুহুতে অভিজাত এলাকায় সমুদ্রমুখী একটি প্রাসাদোপম আবাসনের বাসিন্দা টুইঙ্কল ও হৃতিক ৷
সম্প্রতি হলিউডি তারকাদের সঙ্গে কোভিড ত্রাণ সংগ্রহে সামিল হয়েছেন হৃতিক  ৷ অর্থ সংগ্রহ করে তৈরি করা হচ্ছে তহবিল ৷ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে এই উদ্যোগে  ৷
হৃতিকের পরবর্তী ছবির শুটিং শুরু হওয়ার কথা জুনে ৷ বিক্রম বেধা-র হিন্দি সংস্করণে অভিনয় করবেন তিনি  ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকেও  ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে গ্যাংস্টার বেধা-র ভূমিকায়  ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রতিবেশী হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement