হোম /খবর /বিনোদন /
প্রতিবেশী হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

প্রতিবেশী হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

টুইঙ্কল খন্না ও হৃতিক রোশন, ছবি-টুইটার

টুইঙ্কল খন্না ও হৃতিক রোশন, ছবি-টুইটার

সোশ্যাল মিডিয়ায় হৃতিকের একটি ছবি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন টুইঙ্কল ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই: পড়শি হৃতিককে নিয়ে উচ্ছ্বসিত টুইঙ্কল খন্না  ৷ করোনা পরিস্থিতিতে ত্রাণপর্বে হৃতিকে ভূমিকায় পঞ্চমুখ অক্ষয়-ঘরনি ৷ সোশ্যাল মিডিয়ায় হৃতিকের একটি ছবি দিয়ে অনুভূতি প্রকাশ করেছেন টুইঙ্কল  ৷ লিখেছেন, সব সীমাবদ্ধতা অতিক্রম করে এই অতিমারি পরিস্থিতিতে প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন হৃতিক  ৷ তবে তিনি কীভাবে, কতটা সাহায্য করেছেন সে কথা অবশ্য উল্লেখ করেননি টুইঙ্কল ৷  প্রসঙ্গত,  মুম্বইয়ের জুহুতে অভিজাত এলাকায় সমুদ্রমুখী একটি প্রাসাদোপম আবাসনের বাসিন্দা টুইঙ্কল ও হৃতিক ৷

সম্প্রতি হলিউডি তারকাদের সঙ্গে কোভিড ত্রাণ সংগ্রহে সামিল হয়েছেন হৃতিক  ৷ অর্থ সংগ্রহ করে তৈরি করা হচ্ছে তহবিল ৷ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে এই উদ্যোগে  ৷

হৃতিকের পরবর্তী ছবির শুটিং শুরু হওয়ার কথা জুনে ৷ বিক্রম বেধা-র হিন্দি সংস্করণে অভিনয় করবেন তিনি  ৷ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকেও  ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে গ্যাংস্টার বেধা-র ভূমিকায়  ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bollywood, Coronavirus, COVID19, Hrithik Roshan, Twinkle Khanna