হোম /খবর /বিনোদন /
বাবা হলেন কপিল শর্মা

বাবা হলেন কপিল শর্মা

বাবা হলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বাবা হলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা ৷ কপিলের স্ত্রী গিণি চতার্থ জন্ম দিলেন ফুটফুটে কন্যা সন্তানের ৷ সন্তান হওয়ার কথা কপিল নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়৷

ট্যুইটারে কপিল শর্মা লিখলেন, ‘ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছি ৷ আপনাদের আর্শিবাদ চাই ৷’

kapil

গত বছরেই গিনি-র সঙ্গে বিয়ে করেন কপিল শর্মা ৷ বিয়ের কিছু দিনের মধ্যে স্ত্রী সন্তান সম্ভবা হয়েছেন, সে খবরও জানিয়ে ছিলেন কপিল ৷ সঙ্গে জানিয়ে ছিলেন, এখন শুধু স্ত্রীয়ের শরীরের দিকে নজর রাখাই তাঁর প্রধান কাজ ও কর্তব্য ৷ স্বভাবতই কন্যা সন্তানের বাবা হওয়ায় খুশির হাওয়া কপিল শর্মার পরিবারে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Baby Girl, Bollywood, Kapil Sharma