Actor bought his school to demolish: ছাত্রজীবনে শিক্ষকদের বেদম মারের ‘প্রতিশোধ’! শৈশবের স্কুলবাড়ি কিনে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিলেন এই অভিনেতা

Last Updated:

Actor bought his school to demolish: যন্ত্রণাময় সেই স্মৃতি ভুলতে অভিনেতা স্কুলবাড়িটি কিনে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছেন৷ তার পর ভেঙে পড়া প্রাথমিক স্কুলবাড়ির ধ্বংসস্তূপের উপর পা দিয়ে দাঁড়িয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন

যন্ত্রণাময় সেই স্মৃতি ভুলতে অভিনেতা স্কুলবাড়িটি কিনে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছেন
যন্ত্রণাময় সেই স্মৃতি ভুলতে অভিনেতা স্কুলবাড়িটি কিনে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছেন
তুরস্ক : ইদানীং সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে তুরস্কের অভিনেতা ক্যাগলার এর্তুগ্রুল৷ তাঁর অভিনয়ের জন্য নয়৷ বরং সম্পূর্ণ অন্য কারণে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন৷ সম্প্রতি তিনি নিজের ফেলে আসা স্কুলবাড়িটি কিনে নিয়েছিলেন৷ না, ফেলে আসা স্কুলজীবনের সুখস্মৃতি মনে করতে নয়৷ বরং শৈশবের তিক্ততা মুছে ফেলতেই৷ প্রাথমিক স্কুলে শিক্ষকদের কাছে যথেষ্ট মার খেয়েছিলেন বলে দাবি ক্যাগলারের৷ যন্ত্রণাময় সেই স্মৃতি ভুলতে অভিনেতা স্কুলবাড়িটি কিনে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছেন৷
তার পর ভেঙে পড়া প্রাথমিক স্কুলবাড়ির ধ্বংসস্তূপের উপর পা দিয়ে দাঁড়িয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা৷ লিখেছেন, ‘‘প্রাথমিক স্কুলশিক্ষকরা আমাকে সব সময় মারধর করতেন৷ তাই আমি পুরো স্কুলবাড়ি কিনে পুরো ধ্বংস করে ফেলেছি৷ সেখানে আর কোনও স্কুল হতে দেব না৷ এই পরিস্থিতিতে এটা আমার যন্ত্রণা৷’’
প্রসঙ্গত তুরস্কের অভিনেতা ক্যাগলার এর্তুগ্রাল ২০২০ সালে রোম্যান্টিক কমেডি এবং টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ‘গোল্ডেন বাটারফ্লাই’ বা স্বর্ণ প্রজাপতি পুরস্কার পেয়েছেন৷ তাঁর স্কুল ধ্বংস করার পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই তাঁর তীব্র সমালোচনা করেছেন৷ আবার সমর্থনও জানিয়েছেন অনেকেই৷
advertisement
advertisement
advertisement
একজন লিখেছেন ‘‘অভিনেতা হিসেবে আপনার প্রতি আমার অশেষ শ্রদ্ধা৷ কিন্তু আমার মনে এটা না হলেই ভাল হত৷ শিক্ষকদের সঙ্গে আপনার অভিজ্ঞতা আলাদা৷ তার জন্য পুরো স্কুলবাড়ি ধ্বংস করা মোটেও ভাল নয়৷’’
আরও পড়ুন : যতই ভাল লাগুক, ভুলেও সুজি খাবেন না এঁরা! জানুন কারা এটা খেলে বড় বিপদ
আর একজন লিখেছেন, ‘‘যে প্রজন্ম স্কুলে মার খেয়েছে তারা আজ অত্যন্ত সফল নিজেদের জীবনে৷ বয়োজ্যেষ্ঠদের প্রতি তাঁদের অসীম শ্রদ্ধা এবং নিয়মানুবর্তিতা৷’’ আবার তাঁর পাশে যাঁরা দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘‘আমি তোমার কাজকে সমর্থন করি৷ কারণ আমি জানি শৈশবের যন্ত্রণা কতটা যন্ত্রণাদায়ক৷ আমিও আমার হাই স্কুলের সঙ্গে একই জিনিস করতে চাই৷ কারণ অধিকাংশ শিক্ষকই ছিলেন নিম্নরুচির৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor bought his school to demolish: ছাত্রজীবনে শিক্ষকদের বেদম মারের ‘প্রতিশোধ’! শৈশবের স্কুলবাড়ি কিনে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিলেন এই অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement