সলমনের টিউবলাইটে শাহরুখ, ছবি শেয়ার করলেন পরিচালক কবীর

Last Updated:

গুঞ্জনে ছিল, পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ দেখা যেতে পারে শাহরুখকে ৷ তবে এই নিয়ে সলমনও যেমন মুখ

#মুম্বই: গুঞ্জনে ছিল, পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ দেখা যেতে পারে শাহরুখকে ৷ তবে এই নিয়ে সলমনও যেমন মুখ খোলেননি, তেমনি মুখ খোলেননি শাহরুখ খানও ৷ তবে এবার এই গুঞ্জনে শিলমোহর দিলেন খোদ পরিচালক কবীর খান ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন শাহরুখের টিউবলাইট লুক !
পরিচালক কবীর খান ট্যুইটারে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কলেজে পড়তে ক্লাস নোট নিতাম ৷ সেই শাহরুখই এখন আমার ছবিতে কেমিও৷ একই ছবিতে দুই খান !’
প্রায় ৯ বছর পর একসঙ্গে নাকি অভিনয় করতে চলেছেন এই দুই খান !
advertisement
গপ্পোটা হল, তুমুল ব্যস্ততায় চলছে কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ৷ আর এই ছবিতেই নাকি কেমিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে ! প্রথমে এই চরিত্রে জন্য পরিচালক কবীর ঠিক করেছিলেন শত্রুঘ্ন সিনহাকে ৷ তবে শোনা যাচ্ছে শাহরুখ খানের নামই বার বার উঠে আসছে ৷
advertisement
shshshhs
বছর দশেক আগে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তুমুল বচসা শুরু হয়েছিল শাহরুখ ও সলমন খানের মধ্যে ৷ সই বচসা থেকেই শুরিু হয়েছিল শত্রুতা ৷ তবে ২০০৬ সাল থেকে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে দু’জনের সম্পর্কে ৷ ফারহা খানের ছবি ওম শান্তি ওম-এ দেখা যায় দুই খানকে ৷ গত বছর বিগবসে এসে সলমনকে পাশে নিয়ে দিলওয়ালে ছবির প্রোমোশনও সেরে ফেলেন শাহরুখ ৷ আর এবার শোনা গিয়েছে, একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন দুইখান ৷
advertisement
দু’জনে একসঙ্গে মিলে শেষবার জুটি বেঁধেছিলেন রাকেশ রোশনের ছবি করণ অর্জুন-এ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের টিউবলাইটে শাহরুখ, ছবি শেয়ার করলেন পরিচালক কবীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement