‘অ্যানিম্যাল’ আর ‘ব্যাড নিউজ’-এ তুমুল সাফল্য! এবার কি পারভিন বাবির বায়োপিকে দেখা যেতে চলেছে তৃপ্তিকে?
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
আসলে সত্তর-আশির দশকে ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেত্রী পারভিন বাবি - এক কথায় অভিনয়, গ্ল্যামার আর সৌন্দর্যের মিশেল তিনি।
কিংবদন্তী অভিনেত্রী পারভিন বাবির ভক্তদের জন্য দারুণ সুখবর। কারণ শোনা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রীর বায়োপিক তৈরি হতে চলেছে। আর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এই বায়োপিকে পারভিন বাবির চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে।
আসলে সত্তর-আশির দশকে ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি অভিনেত্রী পারভিন বাবি – এক কথায় অভিনয়, গ্ল্যামার আর সৌন্দর্যের মিশেল তিনি। একাধিক ছবিতে তাঁর দাপুটে অভিনয় মন কেড়েছে ভক্তদের। তাঁর ঝুলিতে রয়েছে ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘খাট্টা মিঠা’-র মতো ছবি। দুর্দান্ত কেরিয়ার গ্রাফ ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তীব্র। ফলে অভিনেত্রীকে নিয়ে চর্চাও হত বিস্তর। বলাই বাহুল্য যে, সেই সমস্ত বিষয়ই ফুটে উঠবে তাঁর বায়োপিকে।
advertisement
ফিল্মফেয়ারের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, পারভিন বাবির চরিত্রের জন্য ভাবা হচ্ছে তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিম্যাল’, ‘কলা’, ‘লায়লা মজনু’ এবং ‘ব্যাড নিউজ’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তৃপ্তি। তাঁর অভিনীত সাম্প্রতিক কালের প্রত্যেকটি চরিত্রেই প্রতিফলিত হয়েছে তৃপ্তির অভিনয়ের গভীরতা।
advertisement
তবে এই বায়োপিক পরিচালনা করছেন, সেই বিষয়টি এখনও জানা যায়নি। এমনকী প্রযোজনা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য কলাকুশলীদের নামও ঘোষণা করা হয়নি। তা সত্ত্বেও ভক্ত এবং সমালোচকদের মধ্যে এ নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। কারণ বায়োপিকেই পারভিন বাবির অসাধারণ জীবন এবং ভারতীয় ছবির দুনিয়ার ধারা – এই সমস্ত কিছুই ধরা পড়বে বলে আশা তাঁদের।
advertisement
এদিকে কেরিয়ারের দিক থেকে দারুণ উজ্জ্বল সময় তৃপ্তি দিমরির। একের পর এক ছবির কাজ রয়েছে তাঁর হাতে। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল পার্ক’-এ অভিনয় করার কথা রয়েছে তৃপ্তির। এর পাশাপাশি কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানের ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতেও অভিনয় করবেন। আবার ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’-তেও রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ধর্মা প্রোডাকশনের ‘ধড়ক ২’-এ অভিনয় করবেন তৃপ্তি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 4:20 PM IST