কলকাতা : ‘ক্র্যানবেরি’ ৷ ফলের নামটি এসেছে জার্মান শব্দ ‘ক্র্যানবেয়ার’ থেকে ৷ ইউরোপীয় এই ফল জন্মায় গুল্মজাতীয় গাছে ৷ পাশ্চাত্যে এই ফলের রসপানের প্রচলন দীর্ঘদিনের ৷ ঘন লাল রঙের সেই রস পশ্চিমী ডায়েটে খুবই গুরুত্বপূর্ণ ৷ সেই ক্র্যানবেরি রসই সবথেকে প্রিয় পানীয় তৃণা সাহার (Trina Saha) ৷ এই মর্মে অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷
সেখানে দেখা যাচ্ছে সাবেকি দেরাজ-আয়নার সামনে তৃণা বসে আছেন ৷ তাঁর শরীরী ভাষায় উদাসীন বিহ্বলতা ৷ হাতের পানপাত্রে ধরা রক্তাভ পানীয় ৷ ক্যাপশনে গুনগুন বলেছেন, এই ‘ক্র্যানবেরি জুস’ তাঁর প্রিয় পানীয় ৷
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা তৃণা সাহা সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় ৷ বৃহস্পতিবার সকালে তাঁর শেয়ার করা এই ছবিতে লাইক-লভ প্রতিক্রিয়া ছাপিয়েছে এগার হাজার ৷ মন্তব্য আড়াইশো-র বেশি ৷
চলতি বছরই তৃণা বিয়ে করেছেন অভিনেতা নীলকে ৷ নেটিজেনদের কাছে এই তারকা জুটির আদরের পরিচয় ‘তৃণীল’ ৷ বিয়ের চার মাস পর গোয়ায় মধুচন্দ্রিমা যাপনে গিয়েছিলেন এই তারকা জুটি ৷ তাঁদের ফিল্মি মধুচন্দ্রিমার ছবি বাজিমাত করেছে নেটিজেনদের কাছে ৷ মধুচন্দ্রিমা থেকে ফিরেও ম্লান হয়নি আনন্দ ৷ কারণ তার পরই তাঁদের সংসারে এসেছে নতুন বাহন ৷ একসঙ্গে নতুন গাড়ি কেনার ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তাঁরা ৷
অতিমারির দ্বিতীয় তরঙ্গে সমাজসেবামূলক কাজ থেকে অবসরযাপন ৷ সকল মুহূর্তেই একে অন্যের পাশে থাকেন তৃনীল ৷ ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তৃণার ৷ আবির্ভাবেই ‘তরী’ হয়ে সকলের মন জয় করেন তিনি ৷ এর পর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘কলের বউ’ ধারাবাহিকেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ তবে ‘খড়কুটো’-র গুনগুন ছাপিয়ে গিয়েছে বিগত সব জনপ্রিয়তাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trina Saha