Tota Roy Chowdhury: রাতারাতি সবার ক্রাশ টোটা! বিয়ে করেছেন কি নায়ক? প্রশ্নে উত্তাল দুনিয়া ! চিনে নিন নায়কের স্ত্রীকে!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Tota Roy Chowdhury: টোটা কি নাচ জানেন? টোটা কি সিঙ্গল? রাতারাতি টোটাকে নিয়ে নানা প্রশ্ন ঘুরছে? জানুন বিস্তারিত
কলকাতা: চরিত্রে অভিনয় করেছেন, আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, সাবানা আজমি, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরি, চূর্ণী গঙ্গোপাধ্যায়! বলিউডের বড় বড় নায়ক-নায়িকাদের তালিকায় রয়েছে বাংলার দুই ভীষণ দক্ষ অভিনেতার নাম! চূর্ণী এবং টোটা দু’জনেই এই ছবিতে আলাদা করে জিতেছেন মানুষের মন। তসলিমা নাসরিন সোশ্যাল মাধ্যমে চূর্ণীকে লেখেন, ‘তুমি ছিলে বলেই এই ছবি আমি দেখলাম!” চূর্ণী যেমন ভাল অভিনেত্রী, ততটাই ভাল পরিচালক। এবং অবশ্যই একজন ভাল মানুষ! অপরদিকে টোটাও কিন্তু নিজের অভিনয় জগতে যথেষ্ট খ্যাত।
ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে বাংলার বহু বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি! কিন্তু তার পরেও কোথায় যেন চাপা ছিল তাঁর খ্যাতি! তবে এই ছবি করার সঙ্গে সঙ্গে রাতারাতি গোটা দেশ জুড়ে বিখ্যাত হয়ে পড়েন টোটা রায়চৌধুরী! এখন তাঁর ৪৭ বছর বয়স! ৪৭-এ জাতীয় ক্রাশ টোটা! ‘ডোলা রে ডোলা’-গানে টোটা ও রণবীরের নাচ দেখে পাগল হয়েছেন বহু মানুষ! অনেকেই প্রশ্ন করেছেন টোটা কী নাচ জানতেন?
advertisement
advertisement
হ্যাঁ তিনি নাচ জানতেন! তবে করণ বলেছিলেন শুধু নাচ জানলেই হবে না কত্থক শিখতে হবে! এরপর টোটাকে লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিতে হয়েছে । কলকাতায় পারমিতা মৈত্রের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। এই গানের কোরিওগ্রাফি করেন মুম্বইয়ের বিখ্যাত বৈভবী মার্চেন্ট। সেখানকারই নিকিতা বানাওয়ালিকরের কাছ থেকে নাচটা তোলেন। কলকাতা আর মুম্বই মিলিয়ে চার মাস প্রশিক্ষণ নিয়েছেন। সঙ্গে বাড়িতে নিয়মিত অভ্যাস তো ছিলই। তবে প্রশ্ন এখানেই থামছে না! অনেকেই জানতে চেয়েছেন টোটা কী সিঙ্গল নাকি করেছেন বিয়ে? আর এই প্রশ্নে তোলপাড় হচ্ছে সোশ্যাল মাধ্যম!
advertisement
advertisement
advertisement
রকি অউর রানি কী প্রেম কাহানি-তে আলিয়ার বাবার চরিত্রে দেখা গিয়েছে টোটাকে। চরিত্রের নাম চন্দন চট্টোপাধ্যায়। তবে টোটা মোটেও সিঙ্গল নন। ২০০৫ সালে টোটা ভালবেসে বিয়ে করেন শর্মিলি রায়চৌধুরীকে! তবে খুব একটা লাইম-লাইটে আসতে চান না শর্মিলি! দীর্ঘদিন ভালবেসে তবেই বিয়ে করেন তাঁরা। ১৮ বছর ধরে সুখে সংসার করছেন তাঁরা। রয়েছে এক কন্যা সন্তানও! নাম মৃগাক্ষী!
advertisement
advertisement
টোটার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ! তিনি সেখানে নানা ভিডিও শেয়ার করেন। নিজের সোশ্যাল মাধ্যমে স্বামীর সঙ্গেও ছবি পোস্ট করেন। এমনকি এই ছবির সময়েও টোটার জন্য নানা কিছু পোস্ট করেছেন তিনি! শর্মিলি এবং টোটাকে টলিপাড়ায় বলা হয়, ‘মেড ফর ইচ আদার’! হট টোটার ভক্তের সংখ্যা এখন কয়েকগুণ বেড়ে গিয়েছে! তবে তিনি বিবাহিত জানলেও তফাত কিছু হবে বলে মনে হয় না! আপাতত টোটাতে মগ্ন নেট মাধ্যম!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 7:13 PM IST