Tota Roy Choudhury : রোহিত সেন থেকে ফেলুদা, আরও একটা বছর যোগ হল অভিনেতার জীবনে

Last Updated:

জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury) ৷ সামাজিক মাধ্যমে (facebook) তিনি নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন ৷

কলকাতা : ‘আরও একটা বছর যোগ হল আমার জীবনে৷’ জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury) ৷ সামাজিক মাধ্যমে (facebook) তিনি নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন ৷ গাড়িতে হেলান দিয়ে দৃপ্ত দৃষ্টিতে দূরদর্শী ‘শ্রীময়ী’-র রোহিত সেন ৷
নিজেকে জানানো শুভেচ্ছাবার্তায় টোটা আরও লিখেছেন, ‘আরও ১২ মাস যোগ হল আমাকে আরও ভাল করে তোলার জন্য ৷ আরও ৫২ সপ্তাহ আমার পছন্দসই কাজ করার ৷ আরও ৩৬৫ দিন কঠিন পরিশ্রম করা এবং তোমাদের ভালবাসা পাওয়া ৷’
advertisement
টোটার এই ছবিতে কয়েক ঘণ্টার মধ্যেই ভাললাগা ও ভালবাসার প্রতিক্রিয়া এসেছে প্রায় ১০ হাজারের কাছাকাছি ৷ মন্তব্য ছাড়িয়েছে দেড় হাজারের বেশি ৷ শেয়ার-ও করা হয়েছে অনেক বার ৷ সামাজিক মাধ্যমে টোটা বেশ জনপ্রিয় ৷ মাঝে মাঝেই তিনি ফেসবুকে শেয়ার করেন শরীরচর্চার ছবি ৷
advertisement
এই মুহূর্তে টোটা অভিনয় করছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকের রোহিত সেন চরিত্রে ৷ এই ধারাবাহিক ও টোটার চরিত্র, দুটোই দর্শকদের খুব পছন্দের ৷
জনপ্রিয়তার প্রথম সারিতে থাকা টোটা তাঁর কেরিয়ারের প্রথম দিকে অভিনেতা হতেই চাননি ৷ বরং কলেজের দ্বিতীয় বর্ষে তিনি ঠিক করেছিলেন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন ৷ শুরু করেছিলেন প্রস্তুতিও ৷ সেই সময়েই তাঁকে ছোট্ট ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন পরিচালক প্রভাত রায় ৷
advertisement
‘লাঠি’, ‘রণক্ষেত্র’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো বক্সঅফিস সফল ছবিতে অভিনয় করলেও টোটা দর্শকদের নজর কেড়ে নেন ‘শুভ মহরৎ’ এবং ‘চোখের বালি’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ে ৷
পরবর্তীতে ‘দোসর’, ‘পদক্ষেপ’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘অংশুমানের ছবি’, ‘অহল্যা’, ‘তিন’, ‘কহানি টু’ ছবিতেও টোটার অভিনয় প্রশংসিত হয় ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদা ফেরত’-এ ‘ছিন্নমস্তার অভিনয়’-এ ফেলুদার ভূমিকায় ৷ ফেলুভক্তদের মধ্যে প্রদোষচন্দ্র মিত্রর ভূমিকায় তাঁর গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে ৷ আগামী কয়েক মাসের মধ্যে মুক্তি পাবে ‘ফেলুদা ফেরত’-এর দ্বিতীয় ছবি ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ৷
advertisement
একদিকে রোহিত সেন এবং অন্যদিকে প্রদোষচন্দ্র মিত্র, দুই মেরুর চরিত্রে বাজিমাত করেছেন টোটা রায়চৌধুরী ৷ নেটিজেন তথা অনুরাগীদের শুভেচ্ছা, তিনি আরও এগিয়ে যান আগামীতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tota Roy Choudhury : রোহিত সেন থেকে ফেলুদা, আরও একটা বছর যোগ হল অভিনেতার জীবনে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement