Tom Cruise : আশা ভোঁসলের রেস্তরাঁয় চিকেন টিক্কা মশালার স্বাদে মুগ্ধ টম ক্রুজ

Last Updated:

‘মিশন ইম্পসিবল’-এর নায়ক (Tom Cruise) সোজা হাজির ইংল্যান্ডের বার্মিংহ্যামে আশা ভোঁসলের রেস্তরাঁ ‘আশাজ’-এ

লন্ডন : ভারতীয় রান্নার স্বাদে মজলেন টম ক্রুজ (Tom Cruise) ৷ ‘মিশন ইম্পসিবল’-এর নায়ক সোজা হাজির ইংল্যান্ডের বার্মিংহ্যামে আশা ভোঁসলের রেস্তরাঁ ‘আশাজ’-এ ৷ প্রথমে রেস্তরাঁয় ‘চিকেন টিক্কা মশালা’ অর্ডার করেন  ৷ এত ভাল লাগে তার স্বাদ, সঙ্গে সঙ্গে আরও এক প্লেট অর্ডার করেন তিনি ৷
খাওয়ার পর রেস্তরাঁর কর্মীদের সঙ্গে ছবিও তোলেন হলিউডি নায়ক ৷ তাঁর সঙ্গে রেস্তরাঁকর্মীদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয় রেস্তরাঁর তরফে ৷ ছবির ক্যাপশনে লেখা হয়, ‘‘গতকাল সন্ধ্যায় বার্মিংহ্যামে আশাজ-এ টম ক্রুজকে স্বাগত জানানো ছিল অভাবনীয় আনন্দ ৷ আমাদের বিখ্যাত ডিশ চিকেন টিক্কা মশালা অর্ডার করেন ৷ খাবারের স্বাদ তাঁর এতই ভাল লাগে, শেষ করার সঙ্গে সঙ্গে তিনি আরও এক প্লেট অর্ডার করেন ৷ এটা আমাদের কাছে শ্রেষ্ঠ প্রশংসা ৷’’
advertisement
advertisement
advertisement
পরে এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রেস্তরাঁর কর্ণধার, শিল্পী নিজেই ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘বার্মিংহ্যামের আশাজ-এ টম ক্রুজ খাবার উপভোগ করেছেন শুনে আমি খুব খুশি ৷ আশা করি, খুব শীঘ্র তিনি আবার আসবেন রেস্তরাঁয়৷’’
advertisement
আশাজ-এর কর্মীদের সঙ্গে টম ক্রুজের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরও অনেকে সন্দিগ্ধ ছিলেন অনেক নেটিজেনই ৷ তাঁদের দাবি ছিল, ওই ব্যক্তি আসল নায়ক নন ৷ বরং ক্রুজের লুক অ্যালাইক বা সমরূপী ৷
advertisement
তবে আশাজ-এর জেনারেল ম্যানেজার নৌমান ফারুকি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই অতিথি ১০০ শতাংশ ‘মিশন ইম্পসিবল’ তারকা ৷ ফারুকির কথায়, তিনি অতিথি কাছে গিয়ে জানতে চান, সব ঠিকঠাক আছে কিনা ৷ একদম পাশে দাঁড়িয়ে তিনি নিশ্চিত ওই অতিথি প্রকৃতপক্ষে টম ক্রুজই বটে ! ফারুকি জানান নায়ককে দেখে তাঁর নিজেকে তারকাহত বলে মনে হলেও টম ক্রুজ আদতে খুবই বিনীত ও মাটির কাছাকাছি থাকা একজন ৷
advertisement
প্রসঙ্গত বর্তমানে ক্রুজ বার্মিংহ্যামেই রয়েছেন শ্যুটিং উপলক্ষে ৷ নেটিজেনদের মত, তাঁর কল্যাণে এ বার থেকে আশাজ-এর চিকেন টিক্কা মশালার চাহিদা বেড়ে গেল আরও করেক গুণ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tom Cruise : আশা ভোঁসলের রেস্তরাঁয় চিকেন টিক্কা মশালার স্বাদে মুগ্ধ টম ক্রুজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement