Tollywood-Viral Video: বাবার সঙ্গে চপ বিক্রি করতেন! সেই সুপ্রিয়া এখন মডেল থেকে সিরিয়ালের অভিনেত্রী! জানুন

Last Updated:

Tollywood-Viral Video: চপ বিক্রি করেই চলে সংসার! এবার সেই মেয়েই বাবার গর্ব! মডেল থেকে অভিনেত্রী সুপ্রিয়া! কাহিনি চোখে জল আনবে! জানুন

+
title=

জলপাইগুড়ি: স্বপ্ন পূরণ করতে চাইলে সঠিক সাধনা আর কঠোর পরিশ্রম করলে সব বাধা পেরিয়ে স্বপ্ন সফল হবেই। ফের তা প্রমাণ করলেন জলপাইগুড়ি ধুপগুড়ির বারোঘড়িয়ার মেয়ে সুপ্রিয়া। বাবার সঙ্গে চপ সিঙাড়া বিক্রি করে ধূপগুড়ির সুপ্রিয়া দেব আজ প্রতিষ্ঠিত মডেল। টলিউড- বলিউডের অনেক নায়ক নায়িকাদের স্ট্রাগেলের কাহিনি আমাদের অনুপ্রেরণা জোগায়। বলিউডের অমিতাভ বচ্চনের কথা নিশ্চয়ই মনে আছে?
এলাহাবাদ থেকে স্বপ্ন নগরীতে এসেছিলেন কিন্তু পকেটে বাড়ি ভাড়ার টাকা টুকুও ছিল না। ঠিক এমনই ধূপগুড়ির এই যুবতী বাবার সঙ্গে বাজারের দোকানে চপ  বিক্রি করে শুধুমাত্র ইচ্ছে শক্তির জেরে আজকে নিজেকে প্রতিষ্ঠিত মডেল হিসেবে তৈরী করেছেন। শত বাধা বিপত্তি পেরিয়েও আজ সে সুপ্রতিষ্ঠিত একজন মডেল। সুপ্রিয়ার মতো অনেকেরই সফলতার কাহিনী চোখে আঙুল দিয়ে বার বার আমাদের বুঝিয়ে দেয় চেষ্টা থাকলে কোন বাঁধাই বাঁধা নয়। এখন সুপ্রিয়ার ছবি মহানগর কলকাতার বুকে বিজ্ঞাপনী ছবি হিসেবে শোভা পাচ্ছে। এছাড়াও তিনি একটি সিরিয়ালে কাজ করার সুযোগও পেয়েছেন।
advertisement
advertisement
তবে পথটা খুব একটা সহজ ছিল তা কিন্তু নয়। তার ওপর ধূপগুড়ির বারোঘরিয়ার মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে কলকাতার বুকে নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কম পরিশ্রম করতে হয়নি। জানা গিয়েছে, ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে চপ  বিক্রেতা সন্তোষ দেবের দোকান। সেখানে বাবার সঙ্গে চপ  বানাতেন সন্তোষ বাবুর বড় মেয়ে সুপ্রিয়া। তবে এখনও বাড়িতে বাবাকে চপ  তৈরিতে সাহায্য করে। মেয়ের সাফল্যে খুশি বাবা ও মা’ সহ পরিবারের প্রত্যেকে। এলাকায় এখন খুশির আমেজ। তারা চায়, মেয়ে আরও এগিয়ে যাক নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে । একদিন নামকরা মডেল হিসেবে মেয়েকে এক নামে চিনুক সবাই। সুপ্রিয়ার এমন অদম্য লড়াই নিজের স্বপ্ন পূরণের শক্তি জোগাবে হাজারও এমন সুপ্রিয়াকে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood-Viral Video: বাবার সঙ্গে চপ বিক্রি করতেন! সেই সুপ্রিয়া এখন মডেল থেকে সিরিয়ালের অভিনেত্রী! জানুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement