• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জেনে নিন, কী কী হতে চলেছে টলিটাউনের 'রাজশ্রী'-র বিয়েতে

জেনে নিন, কী কী হতে চলেছে টলিটাউনের 'রাজশ্রী'-র বিয়েতে

photo courtesy: facebook

photo courtesy: facebook

আজ সাতপাকে বাঁধা পড়ছেন টলিটাউনের 'রাজশ্রী'

 • Share this:

  #কলকাতা: আজ টলিউডের মেগা বিয়ে। সাত পাকে বাঁধা পড়ছেন 'রাজশ্রী'। গোধূলি লগ্নে বিয়ে। শুভশ্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বাঙালি মতেই হবে বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ, সৃজিত, পদ্মনাভ দাশগুপ্ত ছাড়াও টলিটাউনের আরও অনেক হেভিওয়েটরা!

  সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে সাজবেন টলি অভিনেত্রী। গায়ে সাবেকি সোনার গয়না। কিছু গয়না বহু পুরনো দিনের, মা-ঠাকুমা-দিদিমার! তবে রাজ খোলসা করেননি তাঁর ডিজাইনার কে! রবিবার আরবানায় গালা রিসেপশন পার্টি।

  বৃহস্পতিবার বাওয়ালি রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছিল রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আইবুড়ো ভাত। আলতা পড়া থেকে সন্ধ্যায় সংগীতে ভাঙরা নাচ, ছবি পোস্ট হতেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

  আইবুড়ো ভাত খেয়ে উঠেও দম ফেলার সময় নেই। বাওয়ালি রাজবাড়ির খিলান দেওয়া লম্বা বারান্দায় শুভশ্রী বসলেন আলতা পড়তে। মাসি-পিসি-বৌদি-দিদিদের সঙ্গে তাঁর আলতা পায়ের ছবি।

  সন্ধে নামতেই কনে তৈরি সংগীতের জন্য। আগেই ঠিক ছিল বাঙালি বিয়েতেও হবে ফিউশন। তাই মেহেন্দি-সংগীতে মাতলেন 'রাজশ্রী'। ঢাকের বদলে নাগাড়ার তালে নেচে উঠলেন রাজ-শুভশ্রী।

  Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram

  First published: