Shovan-Sohini: ‘কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে’, সোহিনীর সঙ্গে ‘আদুরে’ পোস্ট শোভনের! লুকোছাপা ছেড়ে শিলমোহর দিলেন কি প্রেমে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বহুদিন ধরেই তাঁদের চর্চিত প্রেম নিয়ে টলিপাড়ার অন্দরে ফিসফাস। মিডিয়ার অন্দরে কান পাতলেই শোনা যায় শোভন-সোহিনীর প্রেমের খবর। যদিও গায়ক বা নায়িকা, কেউই এতদিন স্পষ্ট করেননি। তবে এবার কি শিলমোহর দিলেন তারকা জুটি।
বহুদিন ধরেই তাঁদের চর্চিত প্রেম নিয়ে টলিপাড়ার অন্দরে ফিসফাস। মিডিয়ার অন্দরে কান পাতলেই শোনা যায় শোভন-সোহিনীর প্রেমের খবর। যদিও গায়ক বা নায়িকা, কেউই এতদিন স্পষ্ট করেননি। তবে এবার কি শিলমোহর দিলেন তারকা জুটি। শোভনের ‘আদুরে’ পোস্ট দিচ্ছে তেমনই ইঙ্গিত।
গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং নায়িকা সোহিনী সরকার প্রেম করছেন। বেশ কয়েকমাস ধরেই টলিপাড়ার আকাশে বাতাসে ভাসছে এমন খবর। যদিও দুই তারকার কেউই এই ব্যাপারে বিশেষ কিছুই বলেননি। তবে এবার লুকোছাপা সরিয়ে সকলের সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন শোভন।
advertisement
advertisement
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোহিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করলেন শোভন। হালকা সবুজ রঙা পাঞ্জাবী পরে দাঁড়িয়ে আছেন শোভন। বুকে মাথা রেখে খিলখিলিয়ে হাসছেন সোহিনী। পরণে সাদা কুর্তা। ছবির সঙ্গে মানানসই গান বেছেছেন গায়ক। ‘যেন কিছু মনে কোরো না, কেউ যদি কিছু বলে। কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে…’।’, গানের কথাও কি আভাস দিচ্ছে প্রেমের? গায়কের পোস্টে তেমনই ইঙ্গিত পাচ্ছে ভক্তকুল।
advertisement
শোভন সোহিনীর প্রেমের জল্পনা বহুদিনের। মিডিয়ার অন্দরের খবর অনুযায়ী, সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে টলিউডের নায়িকা স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এর আগেও বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে শোভন সোহিনীকে।
কখনও তাঁদের একসঙ্গে বন্ধুর বিয়েতে দেখা যায় তো কখনও একসঙ্গে উৎসব উদযাপন, জন্মদিনের পার্টিতে দেখা যায়। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলেন দু’জনেই। ছবি দেখে মনে হবে তাঁরা একসঙ্গেই ঘুরছেন। কিন্তু একসঙ্গে কোনও ছবি তাঁদের দেখা যায়নি। তবে, লুকোছাপা ছেড়ে এবার পোস্ট করলেন খোদ গায়ক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2024 8:37 AM IST