কলকাতায় পারফর্ম করতে আসছেন জাকির হুসেন, পারভিন সুলতানা ও মল্লিকা সারাভাই

Last Updated:
#কলকাতা: পুজোটা কেটে গিয়েছে বেশ কিছুদিন হল ৷ বছরটা প্রায় শেষের দিকে ৷ শীতটা জাঁকিয়ে বসছে ৷ ধীরে ধীরে ৷ একটা উৎসব শেষ তো কী! শীতকাল মানেই তো উৎসব ৷ শীতের সকালে খেঁজুর রসে সুখচুমুক ৷ আর পিঠে-পুলি-পিকনিক ৷ শীত-স্পেশ্যাল এই ব্যাপারগুলো বাঙালির জীবনের তো এক বিশেষ অঙ্গ ৷ আর গোটাটাই বর্ণহীন সঙ্গীত ছাড়া ৷ সঙ্গীতের আসর ছাড়া অসম্পূর্ণ শীতের আমেজ ৷ আর তা যদি হয় শাস্ত্রীয় সঙ্গীতের আসর তবে তো সোনায় সোহাগা ৷
গত সাতবছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে বাংলার বুকে ৷ শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগীদের কথা মাথায় রেখেই এ বছরও ‘স্বর সম্রাট’-এর আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ৷ রয়েছে বিরাট চমক ৷ কলকাতার বুকে পারফর্ম করতে আসছেন শাস্ত্রীয় সঙ্গীতের মায়েস্ত্রোরা ৷ ‘স্বর সম্রাট’-এ অনুষ্ঠান করবেন জাকির হুসেন, পারভিন সুলতানা এবং মল্লিকা সারাভাই ৷
advertisement
31a3da2d-5e5e-4513-b849-e56638b3b504
advertisement
চলতি বছরে ‘স্বর সম্রাট’ উত্‍সব চলবে ৪ দিন ধরে। যার প্রথম ২ দিন অর্থাত্‍ ৮ এবং ৯ ডিসেম্বর ১২ জন তরুন শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। চলবে ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে। এরপর ১৫ এবং ১৬ ডিসেম্বরে তারকা সমাগম হবে এই উত্‍সবে। সব মিলিয়ে চলতি বছরে মহানগরের বুকে যে ক্ল্যাসিক্যাল মিউজিকের এক অনবদ্য অনুষ্ঠান হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
আর এই অনুষ্ঠান নিয়ে কলকাতার সঙ্গীত তথা সাংস্কৃতিক মহলের মানুষজন বেশ উচ্ছ্বসিত ৷ তাঁরা সকলেই জানালেন বর্তমান প্রজন্ম শাস্ত্রীয় সঙ্গীতের দিকে ঝুঁকছে ৷ আর সেই কারণেই এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা আরও বেড়ে চলেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় পারফর্ম করতে আসছেন জাকির হুসেন, পারভিন সুলতানা ও মল্লিকা সারাভাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement