Yuvaan Chakraborty: দাঁড়াতে শিখল ইউভান! ছেলের জীবনের প্রথম ধাপ দেখা হল না রাজের

Last Updated:

রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে খুদে । কিন্তু সেই সমস্ত দৃশ্য থেকে এখন বঞ্চিত থাকতে হচ্ছে বাবা রাজ’কে ।

#কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী ।
ব্যারাকপুর (Barrackpore) বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী । ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । অর্জুন সিংয়ের গড় হিসেবে পরিচিত ব্যারাকপুরে রাজ ঘাসফুল ফোটাতে সক্ষম হন কিনা সে দিকেই এখন তাকিয়ে রাজনীতি থেকে বিনোদন দুনিয়া । তাই ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনতে মরিয়া রাজ এখন সেখানেই গাঁটি গেড়েছেন । বেশ কিছুদিন হল বাড়ি ছাড়া তিনি ।
advertisement
advertisement
advertisement
আর এ দিকে কলকাতায় রাজ-শুভশ্রীর সংসারে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে চলেছে । ৬ মাসের ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই এখন রাজশ্রীর সংসার । রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে খুদে । কিন্তু সেই সমস্ত দৃশ্য থেকে এখন বঞ্চিত থাকতে হচ্ছে বাবা রাজ’কে । এ দিন ধরে ধরে দাঁড়াতে শিখল রাজ-পুত্র । গানের সঙ্গে সঙ্গে এখন সে তালও দিচ্ছে । নিজের চোখে সেই সুন্দর দৃশ্য দেখতে না পেলেও স্ত্রী শুভশ্রীর কল্যাণে মোবাইলে সবটাই দেখছেন রাজ । ইউভানের প্রথম দাঁড়ানোর ভিডিওটি শেয়ার করে তাই রাজ লিখেছেন, শুভশ্রী এই ভিডিওগুলি শেয়ার করায় তাঁর মনখারাপ একটু হলেও কমেছে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan Chakraborty: দাঁড়াতে শিখল ইউভান! ছেলের জীবনের প্রথম ধাপ দেখা হল না রাজের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement