অঙ্কুশকে ঝাঁটা দিয়ে পেটালেন ঐন্দ্রিলা ! 'চিনে গেলাম তোকে' বললেন নায়ক ! দেখুন ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লকডাউনে অঙ্কুশকে ঝাঁটা দিয়ে পেটালেন ঐন্দ্রিলা। কিন্তু কেন?
#কলকাতা: দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। করোনা ভাইরাসকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার। সারা দেশের মানুষকে গৃহবন্দি করে রাখা হয়েছে। টলিউডের সেলেবরাও রয়েছেন ঘরে বন্দি হয়ে। টলিউড অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলাও রয়েছেন এক সঙ্গে। এই দুজনের প্রেম কাহিনি সকলেরই জানা।
লকডাউনে অঙ্কুশকে ঝাঁটা দিয়ে পেটালেন ঐন্দ্রিলা। কিন্তু কেন? অঙ্কুশ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। খাটে বসে রয়েছেন ঐন্দ্রিলা। অঙ্কুশ এসে শাহরুখ খানের গান 'ধাক ধাক ধারকতা হ্যায় ইয়ে দিল" গাইলেন। সঙ্গে সঙ্গে নায়িকা বললেন, "বলোনা কেয়া কেহ রাহা হ্যায়।" তারপরের লাইন গেয়ে ঐন্দ্রিলার কাছে যেতে চাইলেন অঙ্কুশ। আর তাতেই যত গোল বাধল। ঝাঁটা বের করে অঙ্কুশকে পেটাতে শুরু করলেন নায়িকা। বললেন, " কাছে আসবে? আমার যদি করোনা হয় কে বাঁচাবে? যা ভাগ ।" বলে মারতে শুরু করলেন অঙ্কুশকে। এই ভিডিও শেয়ার করে অঙ্কুশ লিখলেন, "কি এমন ভুল আবদার করেছিলাম আমি। চিনে গেলাম তোকে।"
advertisement
View this post on InstagramKi amon vul abdar korechilam ami .. @love_oindrila chine gelam toke
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2020 10:31 PM IST