#কলকাতা: স্বস্তিকা দত্ত। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাজ করছেন অনেক দিন ধরেই। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করতে শুরু করেন এবং জনপ্রিয় হন। এখন তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন 'কি করে বলবো তোমায়' সিরিয়ালে। তাঁর চরিত্রের নাম রাধিকা। রাধিকার জীবনের ওঠা পড়া নিয়েই এগোবে গল্প।
কিন্তু স্বস্তিকা শুধু ভাল অভিনেত্রীই নন, তিনি গানটাও করেন মন দিয়ে। শ্যুটিংয়ের ফাঁকে মেক আপ রুমে বসে, সেলফি ক্যামেরা অন করে গাইলেন গান। 'মানা কে হাম ইয়ার নেহি', গানটি গাইলেন অভিনেত্রী। গানটি শেয়ার হতেই ভাইরাল হয়ে ওঠে।
View this post on InstagramA bathroom Singer that’s it!!!😅🙈 #this_song #this_song #this_song🔥 (Please Use Headphones)😂🤷🏻♀️
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Movie, Swastika Dutta, Tollywood