Yuvaan Chakraborty: মা শুভশ্রীর মুখে নিজের নাম শুনে ধুপ্পা ইউভান! হুহু করে ভাইরাল ভিডিও রাজের ছেলের

Last Updated:

৬ মাসের ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই এখন রাজশ্রীর সংসার

#কলকাতা: বাবা ব্যস্ত ভোট প্রচারে৷ মায়ের সঙ্গে সময় কাটছে ছোট্ট ইউভানের৷ কিন্তু প্রচারের মাঝে মাঝেই একবার করে রাখছেন ছেলের খোঁজ৷ বাবা রাজ চক্রবর্তীর এবারের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর (Barrackpore)বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন৷ ব্যারাকপুরের মতো চর্চিত কেন্দ্রে রাজ যে তৃণমূলের অন্যতম তুরুপের তাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই । ভোটের উত্তাপ তাই চক্রবর্তী বাড়িতেও৷ ছেলের সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে না বাবার৷ এদিকে ধীরেধীরে ছেলেও বড় হয়ে উঠছে৷ অন্নপ্রাসন হতে না হতেই হাঁটতে চেষ্টা করছে সে৷ তবে সবটাই যেন বাবা দেখছেন ভিডিওতে৷ আর সকলের সামনে সেই ভিডিও নিয়েও আসছেন রাজ৷
আপাতত ব্যারাকপুরেই ঘাঁটি বেঁধেছেন রাজ চক্রবর্তী৷ বাংলা ছবির নামী পরিচালক এতদিন ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ৷ এবার সরাসরি তিনি দলে যোগ দিয়ে হয়েছেন প্রার্থী৷ টলিউডে যেমন তিনি জনপ্রিয়, নেতা হিসেবেও সেই ইমেজ তুলে ধরতে চাইছেন রাজ৷ লড়াই চলছে তাঁর৷ প্রতিদিন প্রচার, মিটিং, মিছিল৷
advertisement
advertisement
রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী । ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনতে মরিয়া রাজ এখন সেখানেই গাঁটি গেড়েছেন । বেশ কিছুদিন হল বাড়ি ছাড়া তিনি ।
advertisement
advertisement
আর এ দিকে কলকাতায় রাজ-শুভশ্রীর সংসারে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে চলেছে । ৬ মাসের ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই এখন রাজশ্রীর সংসার । রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে খুদে । কিন্তু সেই সমস্ত দৃশ্য থেকে এখন বঞ্চিত থাকতে হচ্ছে বাবা রাজ’কে । হাঁটতে শিখছে, শক্ত করে বসতে শিখছে ইউভান৷ মায়ের গলা শুনে তাঁর দিকে হা করে তাকিয়ে থাকার ভিডিওতে যেন মন ভরেছে বাবা রাজের৷ আর মা ধপ্পা বলতেই ধুপ করে পড়ে গেল সে৷ এই সব দেখে খুব মজা পেয়েছেন রাজ৷ তাই তো তিনি নিজে হাজারও কাজের ব্যস্ততার মধ্যে ছেলের ভিডিও শেয়ার করতে ভুলছেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan Chakraborty: মা শুভশ্রীর মুখে নিজের নাম শুনে ধুপ্পা ইউভান! হুহু করে ভাইরাল ভিডিও রাজের ছেলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement