corona virus btn
corona virus btn
Loading

বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ দীপঙ্কর দে, হাসপাতালে ভর্তি অভিনেতা !

বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ দীপঙ্কর দে, হাসপাতালে ভর্তি অভিনেতা !

দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবারই ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে।

  • Share this:

#কলকাতা: বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেয়েছে অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ‘সম্পর্ক’ ৷ স্বভাবতই, এই বিয়েতে খুশি পাত্র ও পাত্রী ৷ সমান খুশি পাত্র ও পাত্রী পক্ষও ৷ তবে বিয়ের পরদিনই বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা দীপঙ্কর দে ৷

দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবারই ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হইচই পড়ে যায় ৷ কিন্তু বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন দীপঙ্কর দে। শহরের একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন অভিনেতা ৷

দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছেন দীপঙ্করবাবু। আজ, শুক্রবার দুপুরের দিকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসা চলছে অভিনেতার ৷

হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বৃহস্পতিবার বসেছিল বিয়ের আসর ৷ কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে হবে কি? বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কেড়েছেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷ বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস রায়ও ৷

First published: January 17, 2020, 8:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर