বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ দীপঙ্কর দে, হাসপাতালে ভর্তি অভিনেতা !

Last Updated:

দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবারই ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে।

#কলকাতা: বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেয়েছে অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ‘সম্পর্ক’ ৷ স্বভাবতই, এই বিয়েতে খুশি পাত্র ও পাত্রী ৷ সমান খুশি পাত্র ও পাত্রী পক্ষও ৷ তবে বিয়ের পরদিনই বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা দীপঙ্কর দে ৷
দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবারই ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হইচই পড়ে যায় ৷ কিন্তু বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়লেন দীপঙ্কর দে। শহরের একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন অভিনেতা ৷
দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছেন দীপঙ্করবাবু। আজ, শুক্রবার দুপুরের দিকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসা চলছে অভিনেতার ৷
advertisement
advertisement
হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বৃহস্পতিবার বসেছিল বিয়ের আসর ৷ কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে হবে কি? বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কেড়েছেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷ বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস রায়ও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ দীপঙ্কর দে, হাসপাতালে ভর্তি অভিনেতা !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement