#কলকাতা: যখন ক্যামেরা চলে তখন নাকি নায়িকাদের বক্তব্য একরকম ৷ আর ক্যামেরার পিছনে নাকি নায়িকাদের মধ্যে নাকি সাপে-নেউলে ৷ তাঁদের মধ্যে নাকি প্রায়শই চুলোচুলি হয় ৷ সামনা-সামনি কথা বলা তো দূর ৷ চোখে চোখ পড়লে নাকি চোখ সরিয়ে নেওয়াটাই নাকি তাঁদের মধ্যে দস্তুর ৷ নায়িকাদের মধ্যে নাকি চরম হিংসে, এমনটাই ধারণা ইন্ডাস্ট্রির বাইরের লোকজনের ৷
সত্যিই কী তাই ? সম্প্রতি ‘বকুলকথা’ধারাবাহিকের নায়িকা উষশী রায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে উঠে এল একটি ঘটনা ৷ যেখানে দেখা যাচ্ছে পাঁচটি ধারাবাহিকের নায়িকাদের ৷ এক ছাদের তলায় হাজির ‘কৃষ্ণকলি’র মুখ্য চরিত্রের অভিনেত্রী তিয়াশা, ‘নকসি কাঁখা’র নায়িকা মানালি , ‘রানু পেল লটারি’র মুখ্য চরিত্রের অভিনেত্রী বিজয়লক্ষ্মী, ‘বকুলকথা’র নায়িকা উষশী এবং ‘জয়ী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী দেবাদ্রিতা ৷ আর নিন্দুকদের ভুল প্রমাণিত করে মজায় মেতে উঠলেন এই পাঁচ টেলি নায়িকা ৷
যেখানে ভিডিওটির শুরু করেন তিয়াশা ৷ এরপরেই কুমার শানুর বিখ্যাত গান ‘শোচেঙ্গে তুমহে পেয়ার’-এর সুরে নেচে উঠলেন উষশী এবং দেবাদ্রিতা ৷ তবে সেখানেই ঘটে যায় বিপত্তি ৷ তাঁদের দু’জনকে চড় কষিয়ে দেন মৌনি এবং বিজয়লক্ষ্মী ৷ তবে একটুও অনুশোচনায় না ভুগে রোহিত শেঠির হাত ধরে ফিরে আসা গান ‘ও লড়কি আঁখ মারের তালে নাচ করতে থাকেন তাঁরা ৷ গোটাটাই ঘটে নিছক মজার জন্যই ৷ আসলে মজা করতে গিয়েই তাঁরা ঘটিয়েছেন এমন কাণ্ড ৷ দেখে নিন সেই ভিডিও-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।