এ'বছর পুজোয় হয়তো সিনেমা দেখা নাও যেতে পারে ! টলিউডে ফের অশান্তি !

Last Updated:
#কলকাতা: বাঙালির কাছে পুজো মানেই শুধুই ঠাকুর দেখা নয়! পুজোয় 'পুজোর বাংলা সিনেমা' না দেখলে বাঙালি মন ঠিক তৃপ্তি পায় না! কিন্তু এ'ববছর বোধহয় এই সাধটা পূর্ণ হবে না! কারণ ? ছবির ডিস্ট্রবিউটার ও একজিবিটরদের(পরিবেশক) মধ্যে মনোমালিন্য।
কয়েক দিন ধরেই বাদানুবাদ চলছিল। এবার সেই সমস্যা বড় আকার নিতে পারে! সমস্যার সমাধান না হলে এই বছরের 'পুজোর ছবি' মুক্তিও আটকে যেতে পারে। শোনা যাচ্ছে, একজিবিটরদের সমস্যার সমাধান না হলে তাঁরা ছবি দেখানো বন্ধ করতে পারে!
কিন্তু সমস্যাটা ঠিক কী? বিস্বস্ত সূত্রের খবর, এত দিন ধরে একজিবিটরদের টিকিটের ৩ শতাংশ দিতেন ডিস্ট্রিবিউটাররা। এটি সিনেমা হলের রক্ষণাবেক্ষণের জন্যে নিতেন একজিবটাররা।
advertisement
advertisement
কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা হল চালানোর খরচ বেড়েছে। কিন্তু এই রক্ষণাবেক্ষণের জন্য ধার্য ফি বাড়েনি। এখন একজিবিটরদের দাবি, এসি হলের জন্য ১০ শতাংশ, কুলার থাকা হলের ক্ষেত্রে ৬ শতাংশ এবং সাধারণ হলের জন্য টিকিটের উপর ৩ শতাংশ দিতে হবে ডিস্ট্রিবিউটরদের। তবে এই দাবি শুধুমাত্র সিঙ্গল ও ডবল স্ক্রিনের জন্য। এর আওতায় মাল্টিপ্লেক্স পড়ছে না।
advertisement
এই নিয়েই সমস্য দানা বাঁধে। বড় ডিস্ট্রিবিউটররা এই দাবি মানতে রাজি নয়। কারণ তাতে টিকিটের দাম বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অসুবিধেয় পড়বেন সাধারণ দর্শক। ফলে প্রাথমিক পর্যায় শোনা গিয়েছিল, এই সমস্যার সমাধান না হলে, আগামী ২৮ তারিখ থেকে সিনেমা প্রদর্শন বন্ধ হতে পারে। কিন্তু আজ, ২৭ তারিখ নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বরফ খানিক  গলেছে। ২৮ সেপ্টেম্বর নয়, সময়সীমা বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
advertisement
এদিকে পুজোয় মুক্তি পাবে প্রায় হাফ ডজন বাংলা ছবি! স্বাভাবিক ভাবেই  সেগুলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়! এখন দেখার ৫ তারিখের মধ্যে সমস্যা মেটে কী না !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ'বছর পুজোয় হয়তো সিনেমা দেখা নাও যেতে পারে ! টলিউডে ফের অশান্তি !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement