এই ফ্যাশন মঞ্চে নারী-পুরুষের সঙ্গে লড়াই করবেন রূপান্তকামীরা, সুযোগ পাবেন কাজের মেয়েরাও

Last Updated:
#কলকাতা: ‘ও না অন্যরকম’৷ এই শব্দটা শুনতেই শুনতেই ধীরে ধীরে বড় হচ্ছিল শরীরটা ৷ জল-আলো-হাওয়া বাতাসের সঙ্গে সঙ্গে শরীরগুলো মাখছিল বিদ্রুপ, ব্যঙ্গ, কদর্য ভাষা ৷ যেখানেই যায় ছুটে আসছিল তির্যত মন্তব্য ‘ও না অন্যরকম, ঠিক আমাদের মতো না ৷’মানসিক সত্তার বক্তব্য ছিল এক, আর শরীরটা বলছিল অন্য কথা ৷ ‘অন্যরকম’নয়, মন আর শরীর যাতে একই কথা বলে সেই জন্য চলল প্রচণ্ড লড়াই ৷ পুরুষ শরীরটার উপর ধীরে ধীরে চলল কাটাছেঁড়া ৷ চিকিৎসকদের কুশলী হাতের দক্ষতায় পুরুষ শরীরটা ধীরে ধীরে হয়ে উঠল নারী ৷ তখন তিনি পূর্ণ যুবতী ৷ না এতেও কিন্তু ব্যঙ্গ-বিদ্রুপের পরিমাণ এক ফোঁটাও কমল না ৷
এরপরের যুদ্ধটা আরও বড় ৷ শরীরটা তো পুরুষ থেকে নারীর অবয়ব পেল ৷ মনের আর শরীরের তখন অবাধ সখ্যতা ৷ কিন্তু সরকারি নথি-পত্রের পরিচয় বলছে ‘তুমি পুরুষ’৷ এ বার যুদ্ধ সরকারি নথি-পত্র বদলের জন্য ৷ বহু কাঠ-খড় পুড়িয়ে সেটাও করা গেল ৷ খানিক স্বস্তি ৷ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সারা হয়ে গিয়েছে ৷ প্রিয় বান্ধবী একটা হ্য়ান্ডলুম শাড়ি উপহার দিয়েছিল নতুন জন্মের দিনটা উদযাপন করার জন্য ৷ শরীরে জড়ানো হল হ্যন্ডলুম শাড়িটা ৷ চোখে কাজল, ঠোঁটে মানানসই লিপস্টিক ৷ না চুলটা ছাড়াই থাক আজ ৷ আজ তাঁকে মোহময়ী দেখাচ্ছে ৷ মনের কোণায় চরম আত্মবিশ্বাস ৷ বাড়ির গলি ছেড়ে বড় রাস্তায় পা বাড়ানো গেল ৷ অমনি কানে এল সেই পরিচিত ফিসফিস কথাবার্তা-‘কেমন একটা অন্যরকম লাগছে না!’আবার মনটা অপমানে কুঁকরে এল গোটা শরীর ৷
advertisement
Untitled design - 2019-06-22T174935.134
advertisement
রূপান্তরিত মহিলা কিংবা পুরুষদের এমন করুন কাহিনি হয়তো সামনেও আসে না ৷ অপমান আর লাঞ্ছনায় গুমরে মরেন তাঁরা ৷ আর পাঁচটা নারী ও পুরুষের মতো যে তাঁরা সুস্থ-স্বাভাবিক-সেই কথাটা হয়তো সমাজের একটা বড় অংশ এখনও মেনে নিতে পারেনি ৷ বা বলা ভাল মানতে চায় না ৷ তবে সব কিছুরই তো শেষ আছে, আছে শুরুও ৷ আর সেই শুরুয়াতটা করল ‘বেঙ্গল ফ্যাশানিস্তা ২০১৯’৷ বাংলার বুকে শুরু হতে চলেছে এমন এক ফ্যাশন শো, যা হয়তো আরও অনেক আগে শুরু হলে ভাল হত ৷ কিন্তু খানিক পরেই হোক শুরু তো হল ৷ ‘বেঙ্গল ফ্যাশানিস্তা ২০১৯’-এর সেই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য ৷ আসলে এই ফ্যাশন প্রতিযোগিতায় একসঙ্গে অংশে নিতে পারবেন নারী-পুরুষ এবং রূপান্তরকামী কিংবা রূপান্তরিত নারী ও পুরুষরা ৷ না কোনও ভেদাভেদ নেই একসঙ্গে সবাই লড়বে একসঙ্গে ৷ নিজেদের যোগ্যতার নিরিখেই পাবেন সেরার সেরা স্বীকৃতি ৷ জলপাইগুড়ির মেয়ে পৌলমী সরকার ৷ জানালেন, উত্তরবঙ্গে বড়া হয়ে ওঠা ৷ কিন্তু উত্তরবঙ্গে তেমনভাবে ফ্যাশন নিয়ে কাজ-কর্ম হয় না ৷ তাই আইটি কর্মী হয়ে কলকাতায় আসার পর-এই নিয়ে একটা কাজ করার বাসনা জেগেছিল মনের মধ্যেই ৷ আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় ‘বেঙ্গল ফ্যাশানিস্তা ২০১৯’-এর পরিকল্পনা ৷ এমন এক ফ্যাশন শো যেখানে কোনও ভাগাভাগি নেই ৷ সবাই একসঙ্গে লড়াই করতে পারবে ৷ ‘‘ছেলে-মেয়ে আর রূপান্তরকামীরা একসঙ্গে লড়াই করবেন ৷ নিজের যোগ্যতাতেই করতে হবে লড়াই ৷ টলিউড আর বলিউডের নামী দামি বিচারকরা তাঁদের মধ্যে সেরাকে বেছে নেবেন ৷’’বললেন পৌলমী ৷
advertisement
661281d7-70da-4ad5-84d1-6eb03e0ac8ae1
তবে, এই ফ্যাশন প্রতিযোগিতা কিন্তু অন্যান্য প্রতিযোগিতা থেকে অনেকটাই আলাদা ৷ আসলে শুধু সেরা মডেল বেছে নেওয়া নয় ৷ এই ফ্যাশন শোয়ের মাধ্যমে খোঁজ চলবে বাংলার সেরা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং ফ্যাশন ফোটোগ্রাফারদের ৷ শিলিগুড়ি, মেদিনীপুর, কলকাতা, মালদা, দুর্গাপুর, দার্জিলিং জুড়ে শুরু হচ্ছে প্রতিযোগির খোঁজ। এরই সঙ্গে দুস্থ ছেলে ও মেয়েদেরও সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা ৷ ‘সে হতে পারেন, কারও বাড়ি কাজের মেয়ে ৷ যদি তাঁর প্রতিভা থাকে, তবে তিনি অবশ্যই সুযোগ পাবেন ‘বেঙ্গল ফ্যাশানিস্তা ২০১৯’-এর মঞ্চে ৷ মডেলদের গ্রুমিংয়ের দায়িত্ব নেবেন সুপারমডেল মাধবলীতা মিত্র এবং পল্লব ঘোষ ৷ মাধবীলতা বললেন, ‘‘সম্মান সকলেরই প্রাপ্য ৷ আর একজন মানুষের মধ্যে যদি প্রতিভা থাকে, তবে সেটাই বিবেচ্য হওয়া উচিত ৷ আর সেই সম্মান আদায় করে নেওয়ার মঞ্চই হচ্ছে এই প্ল্যাটফর্ম ৷ আর এমন উদ্যোগা গোটা দেশে আগে কখনও হয়নি ৷’’উঠতি ফ্যাশন ডিজাইনারদের গ্রুমিং করাবেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ৷ মেকআপ আর্টিস্টদের দায়িত্ব নিচ্ছেন অনিরুদ্ধ চাকলাদার ৷
advertisement
গত ২০ জুন কলকাতার এক পাঁচতারায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে শুভ সূচনা হল এই অনুষ্ঠানের । হাজির ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ জনপ্রিয় মডেল মাধবীলতা মিত্র, ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের নায়ক সঈদ আরফিন, কোরিওগ্রাফার এবং জনপ্রিয় মডেল পল্লব ঘোষ ছাড়াও আরও অনেক স্বনামধন্য ব্যক্তিত্বরা। এই বছরে “মহালয়া”-র মতো দিনেই ‘বেঙ্গল ফ্যাশনিস্তা ২০১৯’এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এখন অপেক্ষা অন্য ইতিহাস গড়ার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই ফ্যাশন মঞ্চে নারী-পুরুষের সঙ্গে লড়াই করবেন রূপান্তকামীরা, সুযোগ পাবেন কাজের মেয়েরাও
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement