টোটার সঙ্গে কোন সম্পর্কে জড়াতে চলেছেন ইন্দ্রাণী হালদার !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
হতে পারে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হবে।
#কলকাতা: টোটা রায়চৌধুরী। এক সময়ে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। কিন্তু তিনি সিরিয়াল করা ছেড়েছেন অনেক দিন। সিনেমাতেই টোটাকে দেখা যায় সব থেকে বেশি। তবে আবার প্রায় চার বছর পরে টেলি-ধারাবাহিকে ফিরছেন টোটা রায়চৌধুরী। শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেন চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে।
কিছুদিন আগেই স্টার জলসা-র একটি প্রোমো থেকে বোঝা গিয়েছিল যে এই ধারাবাহিকে এবার নতুন কোনও বড় চরিত্র আসতে চলেছেন টোটা। যিনি হয়ে উঠতে পারেন ‘শ্রীময়ী’-র জীবনের বিশেষ কোনও মানুষ। কে হতে পারেন সেই অভিনেতা, সেই নিয়ে দর্শকের মধ্যে তুমুল জল্পনা ছিল। সিরিয়ালে টোটা শ্রীময়ীর আগের চেনা মানুষ। হতে পারে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হবে। তবে টোটাকে টেলিভিশনে পেয়ে বাঙালি দর্শক আপাতত বেজায় খুশি।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 5:33 PM IST