হোম /খবর /বিনোদন /
জনতা কার্ফু: নিজের বাড়ির বারান্দা থেকে শাঁখ বাজালেন টোটা রায়চৌধুরি

জনতা কার্ফু: নিজের বাড়ির বারান্দা থেকে শাঁখ বাজালেন টোটা রায়চৌধুরি

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কর্মরত সমস্ত মানুষদের ধন্যবাদ জানালেন অভিনেতা টোটা রায়চৌধুরি । নিজের বাড়ির বারান্দা থেকে শাঁখ বাজিয়ে জনতা কার্ফু পালন করলেন অভিনেতা ।২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উ‍ৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।বাদ গেলেন না টলিউডের অভিনেতা টোটা রায়চৌধুরি । তিনিও ধন্যবাদ জানালেন সকলকে ।

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirs, Janta Curfew, Tota Roy Choudhury