প্রেমিককে জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন, ঘনিষ্ঠ হয়ে পার্টিতে উদ্দাম নাচ নীল-তৃণার, ভাইরাল ভিডিও...

Last Updated:

নতুন বছরের প্রথম দিনে প্রেমিকের সঙ্গে সময় কাটাবেন না, তা আবার হয় নাকি? তাই বছর শেষের রাতে বেরিয়ে পড়েছিলেন একসঙ্গে। পার্টিও করেছে। সেখানেই দু'জনকে দেখা গিয়েছে ঘনিষ্ঠ হতে।

#কলকাতা: ফেব্রুয়ারির শুরুতেই সাত পাকে বাঁধা পড়বেন ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তার আগে ছোটপর্দায় সম্প্রতি 'খড়কুটো'য় সাত পাকে বাঁধা পড়ছেন গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা। অভিমন্যর সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। চলতি সপ্তাহে চলছে ফুলসজ্জা পর্ব। লক্ষ লক্ষ দর্শক সিরিয়ালের সেই সব দৃশ্য উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন।
এ দিকে বাস্তবেও তৃণার বিয়ের সানাই বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত পর্ব। বিয়ের আনন্দে মেতে উঠেছেন নায়িকা নিজেই। তৃণা ব্যাচেলরেট পার্টি সেরে ফেলেছেন তাঁর গার্লস গ্যাং নিয়ে শহরের এক অভিজাত রিসর্টে। সম্প্রতি মামার বাড়িতেও হল তাঁর আইবুড়ো ভাত।
View this post on Instagram

A post shared by Trina Saha (@trinasaha21)

advertisement
advertisement
এ দিকে, দেখতে দেখতে নতুন বছর চলে এল। নতুন বছরের প্রথম দিনে প্রেমিকের সঙ্গে সময় কাটাবেন না, তা আবার হয় নাকি? তাই বছর শেষের রাতে বেরিয়ে পড়েছিলেন একসঙ্গে। পার্টিও করেছে। সেখানেই দু'জনকে দেখা গিয়েছে ঘনিষ্ঠ হতে। তৃণা চুমু খেয়েছেন নীলকে। সেই ভিডিও আবার শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিইয়া হ্যান্ডেলে। ইতিমধ্যেই তা দেখেছেন কয়েক হাজার ভক্ত। সকলেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, নতুন বছরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
View this post on Instagram

A post shared by Trina Saha (@trinasaha21)

advertisement
সম্প্রতি, গুনগুনের লুকে। তবে গানটি তিনি সৌজন্যের জন্য গাইলেন নাকি রিয়েল লাইফ হিরো নীলের জন্য? তা অবশ্য খোলসা হয়নি। তবে সেই গানের সঙ্গে নেচেছেন জমিয়ে। ইতিমধ্যেই সেই ভিডিও লক্ষ লক্ষ অনুরাগী দেখে ফেলেছেন। উল্লেখ্য, দিন কয়েক আগেও ফুলসজ্জায় খাটেই নাচতে শুরু করেছিলেন গুনগুন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার আগে 'টুম্পা সোনা' গানে ননদদের সঙ্গে নাচতে নাচতে বরকে ছাদনাতলায় নিয়ে গিয়েছিলেন খোদ কনে!
advertisement
View this post on Instagram

A post shared by Trina Saha (@trinasaha21)

advertisement
প্রসঙ্গত, ২০২১-র ৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্য্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা। ইতিমধ‍্যেই বিয়ের কেনাকাটাও নাকি শুরু করে দিয়েছেন তৃণা। ৪ ফেব্রুয়ারি বিয়ে। তবে ৯ জানুয়ারি নীল ও তৃণার সঙ্গীত। সেই অনুষ্ঠানে নাচার জন‍্য জোর কদমে প্র‍্যাকটিস শুরু করে দিয়েছেন দু'জনেই। ‘রাউডি বেবি’ গানের তালে নাচের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন নীল। ওই দিনই হিরের আংটি বদল করে এনগেজমেন্ট পর্ব সারবেন দম্পতি। ৩ রা ফেব্রুয়ারি দুজনের আইবুড়ো ভাত। সেদিনই তৃণার মেহেন্দি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমিককে জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন, ঘনিষ্ঠ হয়ে পার্টিতে উদ্দাম নাচ নীল-তৃণার, ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement