নামের থেকে পদবী সরালেন শ্রাবন্তী! নতুন চেহারায় ধরা দিলেন প্রকাশ্যেই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এতদিন পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামের পাতায় জ্বলজ্বল করত শ্রাবন্তী সিং নামটি । সম্প্রতি সেটি বদলে শুধুই শ্রাবন্তী করে দিয়েছেন নায়িকা ।
#কলকাতা: বার বার তিনবার । এই নিয়ে তিন-তিনবার ভাঙল চলেছে টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তীর সংসার । বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফের বিচ্ছেদের কালো ছায়া শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের পরিবারে । তবে বিয়ে ভাঙার কারণ নিয়ে রোশন বা শ্রাবন্তী কেউই মুখ খোলেননি । কিন্তু যা রটে, তার কিছু তো ঘটে । যেমন, দু’জনেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একে অপরের ছবি ডিলিট করে দিয়েছেন । একসঙ্গে তাঁদের আর কোথাও দেখা যাচ্ছে না । সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে এড়িয়ে যাচ্ছেন দু’জনেই ।
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে ৷ অভিমন্যুর ডাক নাম ঝিনুক। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি ৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায় ৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ ভালই চলছিল সব ৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে ভাঙন ? সেই উত্তর অবশ্য মেলেনি ।
advertisement
তবে এতদিন পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামের পাতায় জ্বলজ্বল করত শ্রাবন্তী সিং নামটি । সম্প্রতি সেটি বদলে শুধুই শ্রাবন্তী করে দিয়েছেন নায়িকা । পাশে রয়েছে লাল রঙের হৃদয়ের ইমোজি ।
advertisement

শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া যে খুব বেশি টলাতে পারেনি তাঁকে, সেটাও তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় । চুটিয়ে কাজ করে চলেছেন নায়িকা । জনপ্রিয় একটি ফ্যামিলি গেম শোয়ের সঞ্চালিকা তিনি । শুধু তাই নয়, লকডাউনের মধ্যে শুরু করেছেন নিজের বিজেনসও । কলকাতায় জিম খুলেছেন তিনি । যদিও শরীরচর্চার এই অভ্যাসটা যে তিনি রোশনের থেকেই আয়ত্ত করেছেন, তা বেশ বোঝা যায় । রোশনও ছিলেন জিমের কর্ণধার ।
advertisement
advertisement
আর শুধু জিম খুলেই ক্ষান্ত হননি, নিজে যে নিয়মিত শরীরচর্চাটা মন দিয়ে করছেন, তাও বোঝা যাচ্ছে তাঁর নতুন এই লুক চেঞ্জ দেখে । রীতিমতো স্লিম আর ঝকঝকে দেখতে লাগছে তাঁকে । আগের থেকে অনেক ঝরঝরে আর মেদহীন ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2021 4:45 PM IST