#কলকাতাঃ সন্দীপ্তা সেন। সকলের পরিচির টলিউডের এই প্রথম সারির নায়িকার নাচের দক্ষতার কথা কারও অজানা নয়। পাহাড়ের কোলে বা প্রকৃতির মধ্যে হোক বা প্রিন্সেপ ঘাটে বন্ধুর ব্যাচেলরেট পার্টি, সন্দীপ্তাকে নিজের খেয়ালে নাচতে দেখা যায় সর্বত্র। ফলে হোলির মতো আনন্দ উৎসবে তিনি কোমর দোলাবেন না, তা কী করে হয়? হয়ও নি যদিও। দোলের দিন হট প্যান্ট-টি-শার্ট পরে বাড়ির ছাদে বলিউডের অন্যতম জনপ্রিয় 'হোলি নম্বর' ‘বলম পিচকারি’ গানের সঙ্গে তুমুল নাচতে দেখা গিয়েছে সন্দীপ্তা সেনকে। সেই নাচের ভিডিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।
সন্দীপ্তা সেন টলিউডের মিষ্টি নায়িকা। তাঁর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করে। ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে টলিপাড়ায় যাত্রা শুরু হয়েছিল তাঁর। সন্দীপ্তার বিপরীতে ছিলেন গৌরব চট্টোপাধ্যায় । এরপর আরও অনেক ধারাবাহিক করেছেন সন্দীপ্তা। যার মধ্যে অন্যতম ছিল ‘তুমি আসবে বলেই’ আর ‘টাপুর টুপুর’। তবে এখন আর ছোট পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে।
View this post on Instagram
View this post on Instagram