অভিনেতাকে ডিস্কোতে যাওয়ার প্রস্তাব জুন মালিয়ার,শুনেই প্রকাশ্যে রেগে চিৎকার নায়কের

Last Updated:
#কলকাতা: তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রীর মধ্যে একজন ৷ বাংলা ছবি হোক কিংবা ধারাবাহিক, সব ক্ষেত্রেই তাঁর অবাধ যাতায়াত ৷ এমনকী বিভিন্ন অনুষ্ঠানে মহিলা সঞ্চালক হিসেবেই তাঁর ডাক পড়ে সবার আগে ৷ আর হবেই না কেন, ইংরেজি ভাষায় তাঁর সাবলীলতা এবং প্রাণবন্ত উপস্থাপনাই, তাঁকে সেই জায়গাটি করে দিয়েছে ৷ তাঁর ঝুলিতে রয়েছে ‘লাঠি’,‘হঠাৎ বৃষ্টি’,‘নীল নির্জনে’,‘দ্য বং কানেকশন’,‘রক্তমুখী নীলা’,‘তিন ইয়ারি কথা’,‘অভিশপ্ত নাইটি’,‘হর হর ব্যোমকেশ’,‘জুলফিকর’,‘সোয়েটার’-এর মতো ছবি ৷
টলিউড ইন্ডাস্ট্রির তিনি নামী অভিনেত্রী ৷ এক্কেবারে ঠিক ধরেছেন, এখানে জুন মালিয়াকে নিয়েই কথা হচ্ছে ৷ অভিনেত্রীকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘সাঁঝের বাতি’নামে একটি বাংলা ধারাবাহিকে ৷ আর সেই শ্যুটিং সেটেই তিনিই তাঁর সহ-অভিনেতাকে ডিস্কোতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷ প্রস্তাব দিয়েছিলেন হোটেলে গিয়ে খাবার খাওয়ারও ৷ কিন্তু তাঁর সেই প্রস্তাবকে এই সহ-অভিনেতা এমনভাবে প্রত্যাখান করবেন তিনি কল্পনাও করতে পারেননি ৷ এরই সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখান করে অভিনেত্রীর উপর চেঁচামেচি শুরু করে দিলেন সহ-অভিনেতা ৷
advertisement
আর গোটা ঘটনাটিরই ভিডিও করা হল ৷ তবে গোটাটাই হল মজাচ্ছলে ৷ আসলে উপরে বলা গোটা গল্পটাই সত্যি ৷ কিন্তু ফারাক একটাই ৷ এই ঘটনাটি করা হল-টিকটক ভিডিওতে ৷ গোবিন্দ ও রবিনা অভিনীত গান ‘কিসি ডিস্কো ম্যায় যায়ে’-গানটিকে কেন্দ্র করে টিকটক অ্যাপে ভিডিও শ্যুট করা হয় ৷ কিন্তু জুন মালিয়ার সঙ্গে ওই ভিডিওতে ছিলেন কোন অভিনেতা? ওই অভিনেতাটি হলেন রিজওয়ান রব্বানি শেখ ৷ যাঁকে সাঁঝের বাতি ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ৷ আর এই ধারাবাহিকেই রিজওয়ানের মায়ের চরিত্রে অভিনয় করছেন জুন মালিয়া ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতাকে ডিস্কোতে যাওয়ার প্রস্তাব জুন মালিয়ার,শুনেই প্রকাশ্যে রেগে চিৎকার নায়কের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement