Aindrila Sharma: সফল হল ঐন্দ্রিলার অস্ত্রোপচার, বাদ দেওয়া হল বিশালাকার ক্যানসারাস টিউমরটি

Last Updated:

গত তিন মাস ধরে কেমোথেরাপি চলছিল তাঁর । ৪টি কেমো’র পর টিউমরটির আয়তন অনেকটা ছোট হয়ে এসেছিল । এরপরেই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ।

#কলকাতা: অবশেষে এল সেই কাঙ্খিত সুখবরটি । অস্ত্রোপচার সফল হল টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার । তাঁর ডান ফুসফুসের ক্যানসারাস টিউমরটি কেটে বাদ দেওয়া সম্ভব হয়েছে । জানা গিয়েছে, অভিনেত্রী এখন অনেকটাই ভাল আছেন । তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অপারেশনের ফলে স্বাভাবিক ভাবেই তিনি এখন দূর্বল । তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে । তবে আশার কথা, তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে । গত তিন মাস ধরে কেমোথেরাপি চলছিল তাঁর । ৪টি কেমো’র পর টিউমরটির আয়তন অনেকটা ছোট হয়ে এসেছিল । এরপরেই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ।
বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা । একাদশ শ্রেণীতে পড়ার সময় তাঁর শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল । বহু লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছিলেন সাহসী মেয়ে । আবারও লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় নিজেকে সঁপে দিয়েছিলেন । কিন্তু ভাগ্য বিধাতা যে তাঁর জন্য মসৃণ পথ তৈরি করেননি । ফলে আবারও ফিরে আসে সেই রোগ ।
advertisement
এ বছর সরস্বতী পুজোর দিন শ্যুটিং ফ্লোরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী । তাঁর দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা জানান তাঁর বাম ফুসফুসে ক্যান্সার ফের থাবা বসিয়েছে । আবারও শুরু হয় নতুন লড়াইয়ের গল্প । এ বার আর একা নন অভিনেত্রী । পাশে পেয়ে যান প্রেমিক সব্যসাচীকে । সব্যসাচী চৌধুরি, জনপ্রিয় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় তাঁকে দেখতে পান দর্শকরা । প্রেমিকার এমন কঠিন অসুখে তাঁকে দেখভাল করা থেকে শুরু করে যত্ন করে খাইয়ে দেওয়া, পাশে থেকে ভালবাসা আর ভরসার হাতটা বাড়িয়ে দেন সব্যসাচী ।
advertisement
advertisement
দিন চারেকআগে সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী নিজেই জানিয়েছিলেন ঐন্দ্রিলার অপারেশনের খবর । তিনি লিখেছিলেন, ১৩ সেমি X ১১ সেমি X ৯ সেমি আয়তনের একটি টিউমর ঐন্দ্রিলার ফুসফুসে বাধা বেঁধেছে । সব্যসাচীর ভাষায়, ‘‘একটা মাংসপিন্ড পাঁজরের ভেতর নিয়ে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে, রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে। পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma: সফল হল ঐন্দ্রিলার অস্ত্রোপচার, বাদ দেওয়া হল বিশালাকার ক্যানসারাস টিউমরটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement