Sayak Chakraborty: ৭ বছর পর আবার সেই পুরনো নায়িকার সঙ্গেই ‘সংসার’ পাতছেন সায়ক চক্রবর্তী

Last Updated:

Sayak Chakraborty: আসছে নতুন ধারাবাহিক ‘কাঞ্চি’ । এখানেই দেখা যাবে সায়ককে ।

#কলকাতা: শোনা গিয়েছিল ‘শ্রী কৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে মীরা’র দাদার চরিত্রে তিনিই এন্ট্রি নিতে চলেছেন । কিন্তু ডেটের অপ্রতুলতার কারণে আপাতত সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) । আর তার বদলে তিনি এখন আসতে চলেছেন আকাশ আটের ‘কাঞ্চি’ ধারাবাহিকের প্রধান নেগেটিভ চরিত্র হিসাবে ।
আগামী ৩০ অগাস্ট অর্থাৎ সোমবার থেকে আকাশ আটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘কাঞ্চি’ । এক পাহাড়ি ঝোরার মতো সরল, চঞ্চল, প্রাণবন্ত মেয়ে কাঞ্চির গল্পই বলা হবে এই ধারাবাহিকে । মণীশ ঘোষের পরিচালনায় সেই ধারাবাহিকে সায়ককে দেখা যাবে ‘অভ্র’ চরিত্রটিতে । যে এই ধারাবাহিকের প্রধান নেগেটিভ চরিত্র ।
বিগত বেশ কয়েকটি ধারাবাহিকেই নেগেটিভ চরিত্র করে দারুণ সাফল্য পেয়েছেন সায়ক । তিনি নিজেই বলেন, তাঁর নেগেটিভ চরিত্র করতে বেশ ভাল লাগে । এই রকম চরিত্রে অনেক শেডস থাকে, অভিনয়েরও অনেক স্কোপ থাকে । তাই পর্দায় দুষ্টু চরিত্র করতে তাঁর কোনও আপত্তি নেই । ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘কাদম্বিনী’তে নেগেটিভ চরিত্র করেছিলেন তিনি । বর্তমানে ‘সাঁঝের বাতি’তে ‘গ্যারি’ চরিত্রটি করছেন । এটিও নেগেটিভ চরিত্র ।
advertisement
advertisement
সায়ক জানালেন, ‘কাঞ্চি’তে তিনি, তাঁর স্ত্রী ও তাঁর বাবা, তিনটি নেগেটিভ চরিত্র রয়েছে । এই ধারাবাহিকে তিনি ৭ বছর পর জুটি বাঁধছেন আয়েশা ভট্টাচার্যের সঙ্গে । যাঁর সঙ্গে ২০১৪ সালে তাঁর প্রথম ধারাবাহিক ‘বয়েই গেল’তে অভিনয় করেছিলেন তিনি । ধারাবাহিকের হিরোর চরিত্রটি করছেন ওমি মুখোপাধ্যায় । দুই নায়িকার মধ্যে একজন সৌমি পাল ও অন্যজন নবাগতা কথাকলি চক্রবর্তী ।
advertisement
ছবির গল্পে হিরো প্রেমে পড়ে এক পাহাড়ি কন্যার । তাঁকে বিয়ে করে সে । কিন্তু এই বিয়ে মেনে নেয় না তাঁর পরিবার । সে তাই পাহাড়েই ঘর বাঁধে । তাঁদের একটা মেয়েও হয় । এই সময় হিরোর মা পুরনো সব রাগ ভুলে ছেলে-বৌমা’কে বাড়ি ফিরে আসতে বলেন । কিন্তু ফেরার পথে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা । অ্যাক্সিডেন্টে মারা যায় হিরোইন (সৌমি পাল) । ছোট্ট সেই মেয়েটিকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসে কাঞ্চি । এর বহু বছর পর সে জানতে পারে মেয়েটির আসল পরিবার তাকে ফিরে পেতে চায় । শিশুটিকে নিয়ে সে শহরে আসে । বাড়ির সকলেই তাঁকে সেই পাহাড়ি বৌমা ভেবে ভুল করে । মেয়েটির সঙ্গে মায়ার টানে সে কাউকে কিছুই বলতে পারে না । এ ভাবেই এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayak Chakraborty: ৭ বছর পর আবার সেই পুরনো নায়িকার সঙ্গেই ‘সংসার’ পাতছেন সায়ক চক্রবর্তী
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement